Medinipur TMC: শোকজ়ের জবাব, ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য ‘ক্ষমা চাইলেন’ রাজ্যের মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 28, 2022 | 5:42 PM

Srikanta Mahato: তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কো অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি জানিয়েছেন, ওই আপত্তিজনক মন্তব্যের জন্য শোকজ়ের জবাব দিয়েছেন মন্ত্রী। অজিত বাবু জানিয়েছেন, রবিবার সকালে জবাবি চিঠি দিয়েছেন শ্রীকান্ত বাবু।

Medinipur TMC: শোকজ়ের জবাব, আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাজ্যের মন্ত্রী
বিধায়ক শ্রীকান্ত মাহাতো

Follow Us

পশ্চিম মেদিনীপুর: শনিবার শালবনিতে এক বৈঠকে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শ্রীকান্ত মাহাতো (TMC MLA Srikanta Mahato)। নিশানায় ছিলেন দলের তারকা নেতারা। সেই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে। কড়া পদক্ষেপ করেছিল তৃণমূলও। ওই মন্তব্যের জেরে শোকজ় করা হয়েছিল শালবনির বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে। কেন তিনি ওই মন্তব্য করেছিলেন তার কারণ জানতে চাওয়া হয়েছিল। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কো অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি জানিয়েছেন, ওই আপত্তিজনক মন্তব্যের জন্য শোকজ়ের জবাব দিয়েছেন মন্ত্রী। অজিত বাবু জানিয়েছেন, রবিবার সকালে জবাবি চিঠি দিয়েছেন শ্রীকান্ত বাবু।

কী লেখা রয়েছে শোকজ়ের জবাবে?

তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, “শ্রীকান্ত বাবু লিখেছেন, তিনি অসতর্ক মুহূর্তে, আবেগতাড়িত হয়ে এই কথা বলে ফেলেছেন। এই কথা তাঁর মনের কথা নয়। নিজেকে দীর্ঘদিনের দলের অনুগত সৈনিক বলেও জানিয়েছেন এবং তাঁর ওই মন্তব্যের জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে তিনি তার জন্য দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।” তাঁকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন শ্রীকান্ত বাবু। আগামী দিনে তাঁকে যেন দলের কাজ করার সুযোগ দেওয়া হয় সেই কথাও জানিয়েছেন শালবনির বিধায়ক। এই চিঠির কথা উল্লেখ করে অজিত মাইতি আরও জানিয়েছেন, এই জবাবি চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে।

প্রসঙ্গত, শনিবার শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো শনিবার যে মন্তব্যটি করেছেন, তাতে বেশ অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল। বিশেষ করে দলের তারকা-মুখ যাঁরা রয়েছেন, তাঁদের প্রসঙ্গে খোদ রাজ্যের একজন মন্ত্রীরই এ হেন মন্তব্য যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা এই শোকজ়-এর মাধ্যমেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বুঝিয়ে দেওয়া হয়েছে, আপত্তিকর কোনও কথা বলা হলে, কাউকেই রেয়াত করা হবে না।

Next Article