ঘাটাল: কয়েকদিনের টানা বর্ষণে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বৃষ্টির জলে ভেঙে গিয়েছে ঘাটালের ঝুমি নদীর উপর মনসুখা এলাকার সেতু। টানা বৃষ্টির দাপটে ঘাটাল শহরেও ঢুকে পড়ে জল। বৃষ্টির পরে নিজের এলাকার পরিস্থিতি দেখতে মঙ্গলবার হাজির হলেন সাংসদ-অভিনেতা দেব (Dev)। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক রশ্মি কোমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের-সহ সভাধিপতি অজিত মাইতি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মন্তব্য করেন তৃণমূল সাংসদ (TMC MP)। তাঁর কথায়, “অনেক বার চিঠি পাঠানো সত্ত্বেও কাজ হয়নি। এবার কেন্দ্রের সহযোগিতা জরুরি। নাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করা যাচ্ছে না।”
প্রসঙ্গত, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার ঘাটালের বেশ কিছু এলাকায় পোস্টার পড়ে বিরোধী শিবিরের। যা নিয়ে দেব বলেন, ‘‘এখন রাজনীতির সময় নয়। সব বিষয়ে রাজনীতি করলে মানুষের রাজনীতি থেকে বিশ্বাস উঠে যাবে। অনেক কিছুই বলতে পারতাম। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে অনেক বার চিঠি পাঠিয়েছি। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। এখন লক্ষ্য, মানুষকে কী ভাবে বাঁচিয়ে রাখব। মানুষগুলোকে আগে বাঁচাতে হবে। যে বাড়িগুলি ভেঙে পড়েছে তার তালিকা করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।’’
আরও পড়ুন: দিল্লির ‘পাওয়ার বৈঠকে’ ডাক পাননি, ‘পিকে আমাদের ভাগ্যবিধাতা নন’, কটাক্ষ অধীরের
দেব যোগ করেন, ‘‘এখনও অনেক জায়গায় জল রয়েছে। গ্রাম ঘুরে দেখলাম। অনেকে ত্রাণ শিবিরে থাকতে চান না। তবুও থাকতে হচ্ছে। যাঁরা বাড়িতে থাকতে ইচ্ছুক, তাঁদের খাবার, ওষুধপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। জল এখন অনেকটা কমেছে।’’
আরও পড়ুন: ‘দাবি তুললেই বিচ্ছিন্নতাবাদী?’ জন বার্লাকে সমর্থন মিহিরের