দাসপুর: মনোনয়ন পত্র তুলেও জমা দেয়নি সিপিএম (CPM)। আর বিজেপির তরফে কোনো মনোনয়নই তোলা হয়নি। ফলে, দাসপুরে সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। জয়ের আনন্দে এলাকায় বিজয় মিছিল ও আবির খেলায় মাতল তৃণমূল নেতা কর্মীরা। সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে রাজ্যের বেশ কিছু জায়গায় কোথাও রাম-বাম জোটের জয় তো আবার কোথাও একক ভাবে বামেদের সমবায় সমিতি দখল করতে দেখা গিয়েছে। এবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে ভিন্ন ছবি দেখা গেল। একদা সিপিএমের গড় হিসাবে পরিচিত ছিল জেলার দাসপুরের বিস্তীর্ণ অঞ্চল। দাসপুর-১ ব্লকের সেকেন্দারি এলাকায় সেকেন্দারি সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস।
সমবায় সমিতিতে রয়েছে মোট ৫০টি আসন। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সবকটি আসনেই মনোনয়ন জমা দেওয়া হলেও সিপিএম ১৫টি আসেন মনোনয়ন পত্র তুলেও তা জমা করেনি। বিজেপির তরফে কোনো মনোনয়ন তোলাই হয়নি বলে জানা যায়। সমবায় সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তোলার তারিখ ছিল ২৭ ও ২৮ মার্চ এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ছিল ২৯ ও ৩০ মার্চ, মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ছিল ২ এপ্রিল। কোনও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ৫০টি আসনেই তৃণমূল জয়ী হয়েছে বলে জানান সমবায় সমিতির ম্যানেজার গৌতম কুমার ঘোষ। এই বিষয়ে সুনীল ভৌমিক বলেন, “এখানে ৫০টি আসনে নির্বাচন হয়। প্রতিটি আসনে মনোনয়ন তুলেছিলাম। বিরোধী সিপিএম এবং বিজেপি যৌথভাবে ১৫টি মনোনয়ন তোলে। তবে মনোনয়ন জমার শেষ তারিখ ৩ এপ্রিল। ওরা মনোনয়ন জমা দেয়নি। এলাকার মানুষকে আমরা যেভাবে পরিষেবা দিয়েছি মানুষ সন্তুষ্ট।”
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের ফলে উচ্ছ্বসিত তৃণমূল নেতা কর্মীরা। বৃহস্পতিবার এলাকায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল থেকে আবির খেলায় মাতে তৃণমূল নেতা কর্মীরা। যদিও এ বিষয়ে দাসপুরের সিপিএম নেতা সুনীল অধিকারী বলেন, “ওই এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ছিল না। তৃণমূলেরই কব্জায় ছিল এলাকা। সেই জায়গায় আমরা স্বাভাবিক পরিস্থিতির দিকে আনার চেষ্টা করছি, আগামী দিনে ভাল ফল হবে।”