Couple Body Found: বিছানায় পড়ে স্ত্রী, মাথার কাছে ঝুলছে স্বামীর পা, ঘাটালে দম্পতির রহস্যমৃত্যু

Ashim Bera | Edited By: সায়নী জোয়ারদার

Apr 14, 2023 | 12:06 PM

Ghatal: সূত্রের খবর, ঘাটাল থানার পুলিশ স্বামী-স্ত্রীর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে।

Couple Body Found: বিছানায় পড়ে স্ত্রী, মাথার কাছে ঝুলছে স্বামীর পা, ঘাটালে দম্পতির রহস্যমৃত্যু
দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।

Follow Us

মেদিনীপুর: বিছানার উপর পড়ে রয়েছেন স্ত্রী। পাশেই ঝুলছেন স্বামী। পাশের ঘরে চুপটি করে বসে রয়েছে পোষ্য। বাড়িতে এত লোক, পুলিশ, তার টু শব্দ নেই। শুয়ে শুয়ে সবটা দেখছে। মেদিনীপুরের (Medinipur) ঘাটাল পুরএলাকার আলমগঞ্জে দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর অনুমান, আর্থিক কোনও ক্ষতির কারণে এই ঘটনা ঘটতে পারে। শুক্রবার সাতসকালে এই ঘটনা! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। সূত্রের খবর, ঘাটাল থানার পুলিশ স্বামী-স্ত্রীর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, সেই সুইসাইড নোটে লেখা রয়েছে ৫০ লক্ষ টাকা দেনার জন্য এই আত্মহত্যা। নিহতদের নাম দেবাশিস ঘোষ (৬৪) ও জলি ঘোষ। জানা গিয়েছে, ওষুধের ব্যবসা করতেন দেবাশিস। সম্প্রতি ব্য়বসায় ক্ষতির মুখে পড়েছিলেন বলে সূত্রের খবর।

এদিক দম্পতির এভাবে দেহ উদ্ধার ঘিরে তুমুল শোরগোল এলাকায়। সকাল থেকে বাড়িতে উপচে পড়েছে মানুষের ভিড়। সুমি মালিক নামে এক মহিলা বলেন, “আমরা এসে দেখি একজন খাটে শুয়ে আছেন। আরেকজন ঝুলছেন। এমন দৃশ্য দেখব কখনও ভাবিনি।”

জানা গিয়েছে, ঘোষ দম্পতির দুই মেয়ে। দু’জনই কলকাতায় থাকেন। ঘাটালে মা, বাবা থাকতেন। তাঁদের পরিচারিকা জানান, বৃহস্পতিবার যখন কাজে এসেছিলেন, তখন জলিদেবী বলেছিলেন, শুক্রবার তাড়াতাড়ি কাজে আসতে। ডাক্তার দেখাতে যাবেন বলেছিলেন। সুফিয়া বিবি নামে ওই মহিলা বলেন, “ওনারা একটু টেনশনের মধ্যে ছিলেন। দাদা ব্যবসা করতেন। তাতেই ক্ষতির জন্য এমনটা হতে পারে।” এর বাইরে আর কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। স্বামী, স্ত্রীর মধ্যে খুবই মিল ছিল। পারিবারিক কোনও অশান্তি কোনওদিনই তাঁর নজরে আসেনি।

Next Article