মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। এবার ব্লক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলের ব্লক সভাপতির বিরুদ্ধেই তোপ দাগলেন সদ্য মনোনীত তৃণমূলের জেলা কমিটির সম্পাদক তথা চন্দ্রকোনা-১ (Chandrakona) পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই। শুধু সূর্যকান্তই নন, এই ব্লকের কমিটি মেনে নিতে পারেননি অনেক তৃণমূল কর্মীও। সূর্যকান্ত দোলইয়ের অভিযোগ, “একনায়কতন্ত্র কায়েম করার জন্য আলোচনা ছাড়াই ব্লক কমিটি গঠন করেছে চন্দ্রকোনা-১ ব্লক তৃণমূল সভাপতি।” মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লক। জানা গিয়েছে, শুক্রবার এখানকার ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি ঘোষণা হয়। ব্লকের সভাপতি মহাদেব মল্লিক তা ঘোষণা করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্য-সহ মোট ৪০ জনের একটি পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠন করে তা ঘোষণা করা হয়। অভিযোগ, এই কমিটি ঘোষণা হতেই দলের অন্দরে ক্ষোভ বাড়তে শুরু করে।
দলের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ব্লকের প্রাক্তন সভাপতি তথা পুরনো কয়েকজন নেতা নবগঠিত ব্লক কমিটি নিয়ে সরাসরি মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। ব্লক কমিটি গঠন নিয়ে ব্লকের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা না করে পক্ষপাত করে কমিটি সাজানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চলছে বলে সরব হন চন্দ্রকোনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই। সম্প্রতি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ঘোষিত জেলা কমিটিতে সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন তিনি।
ব্লক কমিটি গঠন নিয়ে তাঁর অসন্তোষের কারণও জেলা নেতৃত্বকে জানিয়েছেন বলে দাবি করেন সূর্যকান্ত। অন্যদিকে ব্লকের পুরনো নেতৃত্ব তথা প্রাক্তন ব্লক সভাপতি চিত্তরঞ্জন পালও এই ব্লক কমিটি গঠন নিয়ে সরব হয়েছেন। সতর্কও করেছেন, এই ব্লক কমিটি নিয়ে আগামী পঞ্চায়েত ভোটে লড়তে গেলে বিরূপ প্রভাব পড়বে দলে।
ব্লক কমিটি গঠন নিয়ে ব্লকের বর্তমান সভাপতি মহাদেব মল্লিককেই কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে দলেরই একাংশ। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মল্লিক জানিয়েছেন, “নতুন যে ব্লক কমিটি গঠন করা হয়েছে তা বিধায়ক থেকে জেলা সভাপতির অনুমোদন নিয়েই করা হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো সকলের সঙ্গে আলোচনা করেই ব্লক কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে পুরনো নেতা কর্মীদের যেমন স্থান দেওয়া হয়েছে তেমনই যারা দলের কাজে অ্যাক্টিভ তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নই।”