চন্দ্রকোনা: ভোটের আগে লাগাতার হিংসার অভিযোগ জেলাগুলি থেকে উঠে এসেছে। যার জেরে ক্ষুব্ধ হাইকোর্টও। কিন্তু এতসবের পরও গ্রাম-বাংলার অন্দরে এখনও কান পাতলে শোনা যাচ্ছে কোথাও বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, কোথাও আবার তাদের পরিবারকে হেনস্থা করা হচ্ছে। এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর। সেখানে সিপিএম প্রার্থীর বাপের বাড়ির সামনে রাতে অন্ধকারে চিঠি ও বোমা ফাটানোর অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়।
ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংসদে সিপিআইএমের প্রার্থী হয়েছেন পম্পা দাস। বর্তমানে তিনি কর্মসূত্রে চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধবপুরে বাপের বাড়িতে থাকেন। অভিযোগ, বুধবার রাত্রিবেলা পম্পার বাপের বাড়িতে ঘনবসতিপূর্ণ এলাকায় ফাটে বোমা। তারপর পাওয়া যায় একটি হুমকি চিঠি। খবর পেয়ে রাত্রিবেলাই চন্দ্রকোনা থানার পুলিশ। যদিও পম্পার দাবি, সিপিএমের প্রার্থী দাঁড়ানোর জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলি এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ, ওই চিঠিতে প্রার্থীর মাকে উদ্দেশ্য করে লেখা, ” চায়না, তোমার মেয়েকে সাবধান করে দাও, যে জায়গাটায় গিয়েছে, এই জায়গা থেকে সরে আসতে বলো কালকের মধ্যে। ভবিষ্যতে তোমার ভীষণ ক্ষতি হতে পারে। তোমার নাতি ও মেয়ের কোনও ক্ষতি হোক আমরা চাই না। আমরা চাইনা তোমাদের চারজনের মধ্যে একজনের জীবন হারাক। যে ব্যবসা করে খাচ্ছ তেমন ব্যবসা করে খাও, সুখে থাকবে। যে রাস্তায় গিয়েছে ওই রাস্তা থেকে সরে আসতে বলো নইলে আমাদের থেকে কেউ খারাপ হবে না।”
যদিও সাদা কাগজে লেখা এই হুমকিতে কোনও নাম বা কাদের তরফে এই চিঠি সেই সম্পর্কে কিছু উল্লেখ নেই। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীও। যদিও, গোটা ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত বলে বামেদের সন্দেহ। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তাদের দাবি এটি ভিত্তিহীন অভিযোগ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি। তবে সিপিএমের তরফে অভিযোগ জানানো হবে বলে তারা জানিয়েছে।