Panchayat Elections 2023: ‘দলের কাছে যেন অচ্ছুৎ’, একরাশ অভিমান মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখে দল ছাড়লেন ২৫ বছরের পুরনো নেতা

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 20, 2023 | 1:07 PM

Panchayat Elections 2023: এবার সেই ভদ্র হেমব্রম পঞ্চায়েত ভোটের আগে একরাশ ক্ষোভ আর অভিমান উগরে দিয়ে মমতার কাছ থেকে দল ছাড়ার অনুমতি চেয়ে পদত্যাগ পত্র দিয়েছিলেন।

Panchayat Elections 2023: দলের কাছে যেন অচ্ছুৎ, একরাশ অভিমান মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখে দল ছাড়লেন ২৫ বছরের পুরনো নেতা
ভদ্র হেমব্রম (নিজস্ব চিত্র)

Follow Us

নারায়ণগড়: নির্বাচন যত এগিয়ে দল ছাড়ার হিড়িক যেন ততই বাড়ছে। আর এবার দল ছাড়লেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসটি সেলের সভাপতি ভদ্র হেমব্রম। ২০২১ এর বিধানসভা ভোটের সময় যাঁকে প্রায়শই দেখা যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে। ভোটের পর তিনি ব্রাত্য। এবার সেই ভদ্র হেমব্রম পঞ্চায়েত ভোটের আগে একরাশ ক্ষোভ আর অভিমান উগরে দিয়ে মমতার কাছ থেকে দল ছাড়ার অনুমতি চেয়ে পদত্যাগ পত্র দিয়েছিলেন। তবে চিঠির কোনও সদুত্তর না মেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে  আক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

নারায়ণগড়ের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এসটি সেলের নেতা ভদ্র হেমব্রম। তাঁর অভিযোগ, বিগত বেশ কয়েকদিন যাবত তিনি দলের কোনও কর্মসূচিতে আমন্ত্রণ পাচ্ছিলেন না। এক প্রকার ব্রাত্য হয়ে গিয়েছিলেন তিনি। সেই কারণে কোনও কর্মসূচিতে আর যোগ দেননি। এরপর ১ জুন তিনি মুখ্যমন্ত্রীকে এই সকল বিষয়ে চিঠি লেখেন। সঙ্গে উল্লেখ করেন পেশাগত কিছু সমস্যার জন্য আর পার্টি করতে পারবেন না। এই বিষয়ে ভদ্র হেমব্রম বলেন, “আমি দলের ভালমন্দের সঙ্গে জড়িয়েছিলাম। ২০২১ এর পর আমার মনে হয়েছে অচ্ছুৎ। পরিশ্রমী সৎ কর্মীদের জায়গা এই বিধায়কের কাছে অপ্রয়োজনীয়। একসময় আমরাই ছিলাম বিধানসভার প্রয়োজনীয় প্রার্থী।”

যদিও এই সংক্রান্ত বিষয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুজয় হাজরা জানান, ” বিধানসভা ভোটের পর থেকে তিনি রাজনৈতিক কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছিলেন না। তাঁকে বারবার ডাকা হলেও তিনি কোনও কর্মসূচিতেই যোগ দেননি। সেই কারণে তাঁর দল ছেড়ে যাওয়া কোনও প্রভাব ফেলবে না পঞ্চায়েতে।”

 

Next Article