WB Panchayat Elections: মৃত বলে ভোট দিতে পারলেন না, অথচ ভোট করাতে দাসপুরে দায়িত্ব পড়ল স্কুল শিক্ষকের
WB Panchayat Elections: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ জানা। পেশায় তিনি শিক্ষক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মী হিসাবে তাঁর দায়িত্ব পড়েছে।
দাসপুর: জলজ্যান্ত মানুষ হেঁটে গেলেন ভোটার তালিকা দেখতে। কিন্তু দেখলেন তাতে নাম নেই। এমনকী তিনি নাকি মৃত। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ওই ব্যক্তির। পরে স্থানীয় প্রশাসনকে বলার পর শুনলেন উল্টো কথা। তাঁকে জানানো হল, তিনি ভোট দিতে পারবে না। কিন্তু ভোটের কাজ করতে পারবেন।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ জানা। পেশায় তিনি শিক্ষক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মী হিসাবে তাঁর দায়িত্ব পড়েছে। সেই কারণে তিনি ট্রেনিং সেরে মঙ্গলাবার দুপুরে দাসপুর পৌঁছন ব্যালট পেপারে নিজের ভোট দেওয়া জন্য। তখনই ঘটে তাজ্জব ঘটনা।
বিশ্বজিৎবাবুর দাবি, তালিকার তাঁর নাম নেই। নাম বাতিল করা হয়েছে (মানুষ মৃত হলেই তাঁর নাম বাদ দেওয়া হয় তালিকা থেকে) অথচ বিশ্বজিৎবাবু একটি স্কুলে সরকারি চাকরি করেন। মাস শেষ হলে বেতন পান নিয়ম অনুযায়ী। কীভাবে তাঁর নাম বাতিল হল তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না।
এরপর BLO অফিসে ঘটনার বিষয়ে জানানো হলে প্রশাসনিক আধিকারিক বলেন যে, তিনি ভোটের কাজ করতে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন না। বিএলও নির্মল মাঝি বলেন, “কোনও মতেই ভোট দিতে পারবেন না ওই ভোট কর্মী। কারো না কারো ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে। উনি আবার আবেদন করলে নতুন করে ভোটার তালিকায় ওনার নাম তোলা হবে।”