খড়্গপুরে: ভরা বাজারে পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করছে এক যুবক। জমে গিয়েছে ভিড়। কিন্তু, কেউ কোনও প্রতিবাদ করছে না। শেষ মারমুখী যুবকের হাত থেকে পুলিশ কর্মীকে বাঁচাতে ছুটে এলেন এক সিভিক ভলান্টিয়ার। এদিন এ ছবি দেখা গিয়েছে খড়্গপুরে। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। খোদ পুলিশই যদি প্রকাশ্য দিবালোকে মার খেয়ে যান তাহলে আম-আদমির নিরাপত্তা কোথায়? নাগরিক মহল থেকে উঠতে শুরু করেছে এই প্রশ্ন।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে খড়্গপুরের মসলিন চক এলাকায় ডিউটি করছিলেন রামকৃষ্ণ মাহাতো নামে এক পুলিশ কর্মী। সেই সময় বেশ কয়েকজন যুবক আচমকা রাস্তার মধ্যে ঝামেলা করতে শুরু করে। তাঁদের থামাতে গেলেই রামকৃষ্ণর উপর চড়াও হয় এক যুবক। সকলের সামনেই বেধড়ক মারধর করা হয়। মাথায়, পেটে, মুখে লাথি মারা হয়। ইতিমধ্যেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শঙ্কর নামে যুবককে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
ঘটনায় পুলিশ কর্মী রামকৃষ্ণ মাহাতো বলেন, “ছেলেগুলো মদ্যপ ছিল। ওরা নিজেদের মধ্যে ঝামেলা করছিল। আমি ওদেরকে সরাতে যাই। তখনই আচমকা আমাকে গালাগালি করে। আমি ওদের তখন বলি সাইডে চলে যেতে। রাস্তায় ঝামেলা করতে মানা করি। তখনই ওরা আমার উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে। ওরা দলে তিন থেকে চারজন ছিল। আমার মুখে, হাতে, মাথায় মারে। পেটেও লাথি মারে। রাস্তার মাঝে এই কাণ্ড করে ওরা।”