বর্ধমান: স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়ে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল দুই পথচারীর। ঘটনায় আহত হয়েছেন লরি চালক ও আরও এক পথচারী। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Burdwan) মেমারি -তারকেশ্বর রোডে জামালপুর থানার কৃষ্ণচন্দ্রপুর এলাকায়।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। মৃতদের নাম, সুরজ রায় (৪৬) ও মাবু মল্লিক (৫০)। কৃষ্ণচন্দ্রপুর সংলগ্ন হিরণ্যগ্রামের বাসিন্দা সুরজ ও মৃত মহিলা মাবু স্থানীয় সেলিমাবাদ গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন হিরণ্যগ্রামের বাসিন্দা জলিল মল্লিক ও লরি চালক আসনাবিন শেখ। পুলিশ তাদের উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি স্কুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সিমেন্ট বোঝাই লরিটি পূর্ব বর্ধমানের মেমারির দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ে আচমকা এক স্কুটি আরোহী কৃষ্ণচন্দ্রপুরের গ্রামের রাস্তা থেকে মেন রোডে উঠে পড়েন। ওই স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়ে লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পথচারীদের ধাক্কা মারে। রাস্তার পাশে একটি দোকানে ঢুকে যায় লরিটি।
আরও পড়ুন: ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, তিরবিদ্ধ হয়ে আহত বহু
লরির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় সুরজ রায় ও মাবু মল্লিককে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সুরজকে মৃত ঘোষণা করেন। মাবু মল্লিককে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার জেরে মেমারি তারকেশ্বর রোডে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।