বর্ধমান: দোলের দিন বাড়ির সামনেই গ্রামের রাস্তায় খেলা করছিল বছর চোদ্দোর দুই মেয়ে। পাড়ারই ‘দাদারা’ তাদের ডেকে নিয়ে যায়। এরপর চলে অকথ্য শারীরিক নির্যাতন। মাটির রাস্তায় ধরা থাকল নির্যাতনের সেই চিহ্ন। দোলের দিন দুই নাবালিকাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) আউশগ্রামে (Ayush Gram)।
দুই নাবালিকাই আউশগ্রামের সোকাডাঙ্গা গ্রামের বাসিন্দা। এক নির্যাতিতার বাবার বয়ান অনুযায়ী, রবিবার বিকালে রঙ খেলার পর বাড়ির সামনেই বন্ধুর সঙ্গে খেলছিল তার মেয়ে। কিন্তু আচমকাই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজ করার পর রাস্তার ধারে তাকে বসে থাকতে দেখা যায়। প্রশ্ন করতেই কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। বাবার কাছে সব কথা জানায় সে।
নিগৃহীতা দুই নাবালিকাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মেডিকেল টেস্ট করা হবে। পাড়ারই যে সব ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঘটনার পর থেকে তারা প্রত্যেকেই পলাতক৷ পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
যদিও এক অভিযুক্তের বাবার দাবি, রাতে তাঁর ছেলের খোঁজে পুলিশ বাড়িতে এসেছিল। তবে এই ধরনের ঘটনার সঙ্গে তাঁর ছেলে কোনওভাবেই জড়িত থাকতে পারে না বলে দাবি করেছেন তিনি।