ভিডিয়ো: মাস্ক বানিয়ে বাংলার মেয়ের বিশ্বজয়, সম্মান জানাল গুগল

সুমন মহাপাত্র |

May 08, 2021 | 7:27 PM

তার বয়স স্রেফ ১৭, আর এই বয়সেই তাকে কুর্নিস জানাচ্ছে গোটা বিশ্ব।

ভিডিয়ো: মাস্ক বানিয়ে বাংলার মেয়ের বিশ্বজয়, সম্মান জানাল গুগল
নিজস্ব চিত্র

Follow Us

মেমারি: মেমারির দিগন্তিকা বোস, কয়েকদিন আগে পর্যন্তও এই নামটা কেউ জানত না। কিন্তু আজ এই নাম জানে সারা বিশ্ব। কারণ বিশ্বসেরা ১০ জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের এই মেয়েটা। করোনা আবহে নিজের পাঠক্রমের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে একটি ভাইরাস ধ্বংসকারী মাস্ক বানিয়েছে দিগন্তিকা। যা স্থান পেয়েছে গুগলের (Google) সেরা ১০ অনুপ্রেরণামূলক নকশার মধ্যে।

তার বয়স স্রেফ ১৭, আর এই বয়সেই তাকে কুর্নিস জানাচ্ছে গোটা বিশ্ব। আজ আমেরিকা হোক কিংবা জার্মানি, সব জায়গা থেকেই যে কেউ গুগলে দেখতে পাচ্ছে দিগন্তিকার নাম। দিগন্তিকা যে মাস্ক আবিষ্কার করেছে তা দিয়ে সহজেই ভাইরাসকে কাবু করা সম্ভব। আসলে খুব সাধারণ একটি বিষয়কেই অসাধারণ করে তুলেছে সে। নেগেটিভ আয়ন ভাইরাস ধ্বংস করতে পারে। সাবান জলের মিশ্রণের সঙ্গে রাসায়নিক ফিল্টার জুড়ে দিয়েছে সে। তাই ভাইরাস ধ্বংস হয়ে তারপর বাতাস মাস্কের মাধ্যমে মুখে ও নাকে প্রবেশ করছে।

এই সম্পূর্ণ পদ্ধতিটির ডিজাইন নিজের হাতে করেছে দ্বাদশ শ্রেনির পড়ুয়া দিগন্তিকা। সে ভিএম ইনস্টিটিউশনে পড়াশোনা করে। আবিষ্কার গুগলে স্বীকৃতি পায় তার পরিবারের খুশির ঢেউ। সকলে গর্ব বোধ করছেন দিগন্তিকার জন্য। তার মাস্কের নাম ভাইরাস ডিটারজেন্ট মাস্ক। মুম্বইয়ের এক প্রতিযোগিতার পর মিউজিয়াম অফ ডিজাইন এক্সিলেন্সের যাদুঘরের মাধ্যমে গুগল ভার্চুয়াল মিউজিয়াম গুগল আর্ট এন্ড কালচার পর্যন্ত পৌঁছে গিয়েছে দিগন্তিকার আবিষ্কার।

আরও পড়ুন: বাজারে এলেই হবে করোনা পরীক্ষা, সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ

Next Article