বাজারে এলেই হবে করোনা পরীক্ষা, সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ
বাজারে এলেই করা হবে করোনা (Corona) পরীক্ষা। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত।
ডুয়ার্স: বাজারে এলেই করা হবে করোনা (Corona) পরীক্ষা। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক হবে ধূপগুড়ি (Dhupguri) শহরের বাজারে-বাজারে। শনিবার এমনই সিদ্ধান্তের কথা জানালেন পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশ কুমার সিং।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ধূপগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা যেন ঝড়ের গতিতে বাড়ছে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বাজারে ভিড় কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছেন। চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। ভিড় এড়াতে বেধে দেওয়া হয়েছে দোকান-বাজার খোলার সময়সীমাও। তবুও বাজারে ভিড় উপচে পড়েছে। এই প্রেক্ষিতে বাজারেই র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করছে পুরসভা।
শনিবার ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, এবার বাজারে এলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক। যাঁরাই বাজারে আসবেন তাদের প্রত্যেককে করোনার পরীক্ষা করাতে হবে। কারণ, রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা পরীক্ষা বাড়ানোর ব্যাপারে নির্দেশ দিয়েছেন। যত বেশি করোনা পরীক্ষা হবে, ততই ভাল। এই কারণেই করোনা পরীক্ষার উপর জোর দিতে চাইছে পুর কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা সাস্থ্য দফতরের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সেরেছে পুর কর্তৃপক্ষ। এদিকে পুলিশ রাস্তায় নেমে ধরপাকড় করলেও একটা অংশের মানুষ সচেতন হচ্ছেন না। ঠিক তেমনি একটা অংশের ব্যবসায়ীরা নিয়মিত দোকান খোলা রাখছেন নির্দিষ্ট সময়ের পরেও। তাই তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ধূপগুড়ি শহরবাসীর বড় অংশ। ধূপগুড়ির বাসিন্দা অসীম পাল বলেন, “আজকেও বাজারে প্রচণ্ড ভিড় ছিল। বহু মানুষ আজও সচেতন নন। আমরা আতঙ্কিত। প্রতিদিনই প্রায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই শহরে ৬ জনের মৃত্যু হয়েছে।”
আরও পড়ুন: পুর প্রশাসক হয়েই কড়া গৌতম দেব, বাতিল পুরকর্মীদের ছুটি, করোনা পরিস্থিতি নিয়ে পদক্ষেপ
উল্লেখ্য শহরে গত শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা পজেটিভ হয়েছেন ৬৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।