সন্ধ্যার পরও খোলা থাকছে শহরের বাজার, এক রাতের অভিযানেই গ্রেফতার ৯ জন

বাস্তবে অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও খোলা থাকছে দোকানপাট (West Bengal Corona Update)। এবার তা রুখতেই কড়া পদক্ষেপ প্রশাসনের। রাতের বাজার বন্ধ করতে এবার অভিযানে ধূপগুড়ি (Dhupguri) থানার পুলিশ।

সন্ধ্যার পরও খোলা থাকছে শহরের বাজার, এক রাতের অভিযানেই গ্রেফতার ৯ জন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 09, 2021 | 7:26 AM

জলপাইগুড়ি: সন্ধ্যায় বাজার খুলে রাখার সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। কিন্তু বাস্তবে অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও খোলা থাকছে দোকানপাট (West Bengal Corona Update)। এবার তা রুখতেই কড়া পদক্ষেপ প্রশাসনের। রাতের বাজার বন্ধ করতে এবার অভিযানে ধূপগুড়ি (Dhupguri) থানার পুলিশ।

শনিবার রাতে সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের পরেও বাজার খোলা রাখার অভিযোগে ৯ জন ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। শনিবার রাত ৮ টা নাগাদ বাজারে অভিযানে নামেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা ও অনান্য পুলিশ আধিকারিকরা। শহরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: অশান্তির খোঁজ-খবর নিতে নন্দীগ্রামে পৌঁছল স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই অতিমারি পরিস্থিতিতেও মানুষ যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না। কোভিড বিধিও মানছেন না একটা অংশের ব্যবসায়ী। শনিবার ধূপগুড়ি পুর এলাকায় নতুন করে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় আক্রান্ত হয়েছেন ২৭৪ জন। দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতের সংখ্যার পরিসংখ্যান কেবল পুর এলাকায় । জেলা জুড়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর। তাই কড়া পদক্ষেপ প্রশাসনের।