গলসি: জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা। গাড়ির চাকার তলায় মাথা থেঁতলে মৃত্যু হল বছর একুশের এক যুবতীর। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর। পেট্রোল পাম্প থেকে স্কুটিতে তেল ভরে অফিসের দিকে যাচ্ছিলেন নাদিয়া মল্লিক। সেই সময়েই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে কয়েক মিটার এগোতেই গাড়ির চাকার তলায় পিষে যান তিনি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় নাদিয়ার। এদিকে মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনার পর সংকীর্ণ জাতীয় সড়ককেই দুষছেন প্রত্যক্ষদর্শীরা।
গলসির যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে রাস্তার কাজ চলছে। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছে। তার জন্য জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ বন্ধ করে রাখা হয়েছে। সিমেন্টের গার্ড ওয়াল ফেলা রয়েছে জাতীয় সড়কের উপর। তার একপাশ দিয়ে গাড়ি যাতায়াত করছে। আর গার্ড ওয়ালের অন্য পাশে রাস্তা খুড়ে চলছে সম্প্রসারণের কাজ। সেদিকে বড় বড় খানা খন্দ ভর্তি। এলাকাবাসীদের ক্ষোভ, এই রাস্তা সম্প্রসারণের কাজের জন্য এই এলাকা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে ভীষণ সমস্যা হচ্ছে। জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ার কারণেই পথ দুর্ঘটনায় আজ প্রাণ হারাতে হল এই বছর একুশের যুবতীকে।
জানা যাচ্ছে, এদিন এলাকার ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরিয়ে যুবতী যখন জাতীয় সড়কের ওই সংকীর্ণ রাস্তায় উঠছিলেন, ঠিক সেই সময়েই পিছন থেকে একটি চার চাকার গাড়ি চলে আসে। গাড়ির সঙ্গে সামান্য টোকা লাগতেই স্কুটি উল্টে পড়ে যায় গার্ড ওয়ালের দিকে। আর যুবতী পড়ে যান চার চাকার গাড়ির চাকার সামনে। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থালে পৌঁছে যায় পুলিশ এবং দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক গাড়ির খোঁজ চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।