Burdwan: কল্যাণীর পর এবার বর্ধমান! বন্ধু-সমেত তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫

Manatosh Podder | Edited By: জয়দীপ দাস

Oct 30, 2024 | 8:25 PM

Burdwan: জেলা পুলিশ সুপার সায়ক দাস জানাচ্ছেন, তরুণীর বাড়ি ওই এলাকায় না হলেও তরুণীর বন্ধু পাঁচজনকেই চেনে। ধৃতদের সকলেরই বাড়ি বিজয়রাম এলাকায়। এর পিছনে আগে থেকে কোনও ষড়যন্ত্র ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Burdwan: কল্যাণীর পর এবার বর্ধমান! বন্ধু-সমেত তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫
ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বর্ধমান: কখনও আরামবাগ, তো কখনও কল্যাণী, দিনভর নারী নির্যাতনের একের পর এক খবরে ফের উত্তাল বাংলা। আরজি কর আবহে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এবার নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বর্ধমানের বিজয়রামে। ঘটনার পরেই অভিযোগ দায়ের হতেই পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবারই ধৃতদের আদালতে তোলা হয়। 

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্য়ায় এক তরুণী তাঁর এক বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বিজয়রাম এলাকায়। অভিযোগ, রাস্তা থেকেই দু’জনকে পাশের এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায় বেশ কিছু যুবক। একটি ঘরে আটকে রাখা হয় তরুণীর বন্ধুকে। অন্যদিকে পাশের ঘরে তরুণীর উপর চলে অকথ্য নির্যাতন। কোনও মতে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে সব খুলে বলেন তরুণী। রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। 

জেলা পুলিশ সুপার সায়ক দাস জানাচ্ছেন, তরুণীর বাড়ি ওই এলাকায় না হলেও তরুণীর বন্ধু পাঁচজনকেই চেনে। ধৃতদের সকলেরই বাড়ি বিজয়রাম এলাকায়। এর পিছনে আগে থেকে কোনও ষড়যন্ত্র ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকিদেরও। নির্যাতিতার বয়ান রেকর্ডের পাশাপাশি তাঁর বন্ধুর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। এদিনই বর্ধমান মেডিক্যাল কলেজে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়। 

Next Article