বর্ধমান: রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়! পূর্ব বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহনাওয়াজ মণ্ডল মঙ্গলবার সংস্কৃতি লোকমঞ্চে এমনটাই দাবি করেন। জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমন বেফাঁস দাবি করায় জোর চর্চা শুরু হয়েছে ।
মঞ্চে বক্তৃতার রাখার সময়েই বিধায়ক বলেন, “পুজোয় আমরা সবাই একত্রিত হই। বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজো আমরা করবই… তার সঙ্গে সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে। সব পুজো কমিটি যেন আমাদের হয়।” বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মঞ্চে দাঁড়িয়ে বলতেই, জোর বিতর্ক শুরু জেলা জুড়ে।
বিধায়ক আরও দাবি করেছেন, “সমস্ত ক্লাব, পুজো কমিটির সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। ধর্ম নিজের নিজের, কিন্তু উৎসব সবার। তাই ইদ হোক কিংবা দুর্গাপুজো বা অন্যান্য পুজো, সকলের সঙ্গে আমাদের একত্রিত হতে হবে। রাজ্যের উন্নয়নের বার্তা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে।” তিনি আরও বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সারা বছর উন্নয়নের কাজ করে চলেছেন, তখন কিছু চক্রান্তকারী আমাদের রাজ্যের এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে চলেছে। আসলে এরা মহিষাসুর। মুখ্যমন্ত্রী রাত জেগে রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আর এই মহিষাসুরের দল চক্রান্ত করে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আর তার জন্যই রাত জাগরণ করছে। রাত জাগরণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের এই সমস্ত বিশৃংখলা সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকতে হবে। যদিও বিধায়কের এই বক্তব্য নিয়ে তৃণমূলের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।