Sunil Mondal: টোল কর্মীকে ‘গলা ধাক্কা’ সাংসদ সুনীল মণ্ডলের, টিভি নাইনকে জানালেন, ‘আমি অনুতপ্ত’
Sunil Mondal: এরপরই গাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদ সুনীল মণ্ডল। টোল কর্মীর দিকে ধেয়ে যান। যদিও মারধরের অভিযোগ মানতে চাননি সুনীল মণ্ডল।
পূর্ব বর্ধমান: টোলপ্লাজায় হম্বিতম্বির অভিযোগ উঠল সাংসদ সুনীল মণ্ডলের (Sunil Mondal) বিরুদ্ধে। টোলপ্লাজার এক কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে। গোটা ঘটনা বন্দি হয়েছে টোলপ্লাজার সিসিটিভিতে। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে দেখা গিয়েছে, একটি টোল প্লাজার সামনে সাদা এসইউভি গাড়ি দাঁড় করিয়েছেন এক টোল কর্মী। এরপরই গাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদ সুনীল মণ্ডল। টোল কর্মীর দিকে ধেয়ে যান। যদিও মারধরের অভিযোগ মানতে চাননি সুনীল মণ্ডল। পাল্টা তাঁর দাবি, টোল কর্মী মদ্যপ ছিলেন। তারপরও এই ঘটনায় তিনি ‘অনুতপ্ত’ বলে জানান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর মেমারির পালসিট টোলপ্লাজায় ঘটনাটি ঘটেছে।
সাংসদ সুনীল মণ্ডল কলকাতা থেকে ফিরছিলেন। বর্ধমানমুখী লেনে এই ঘটনা বলে অভিযোগ। তবে সাংসদ সুনীল মণ্ডলের দাবি, “আমি তো আরও ২টো টোল প্লাজা পার করেও এসেছি। আমি এখান থেকে ১০ বছর ধরে যাতায়াত করি। এখানকার ছেলেরা আমার পরিচিত। আমি পিছনে বসেছিলাম। আমার গাড়ির সামনে কিন্তু মেম্বার অব পার্লামেন্ট লেখা আছে। একটা বোর্ডও আছে। আমি দিল্লি থেকে ফিরছিলাম। আমি অস্বীকার করছি না আমার একটু রাগ হয়েছিল। আমি অনুতপ্ত, দুঃখিত।”
তবে সুনীল মণ্ডলের দাবি, “আমার নিরাপত্তারক্ষী ওকে ৪-৫ বার বলেছে, ‘তোদের সাংসদ। ভাল করে দেখ’। আমি তো ১০ বছর ধরে এখান দিয়ে যাতায়াত করি এরকম তো কোনওদিনও ঘটেনি। টোল কর্মী মদ্যপও ছিলেন। লেখাপড়াও জানেন না। আমি ওকে বললামও আমাকে চিনতে পারছিস না। হ্যাঁ আমি ওকে একটু ধাক্কা দিয়েছি। এটা অস্বীকার করছি না। এর জন্য আমি দুঃখিত। এর জন্য আপনাদের মাধ্যমে আমি ওর কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। কোনওদিন এরকম ঘটেনি। আমি ধাক্কা দিয়েছি, মারধরের কিছু ঘটেনি।”