Bengal BJP: ‘সেভ বার্ডওয়ান বিজেপি’, বর্ধমানে পড়ল পোস্টার

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 02, 2024 | 10:48 AM

Burdwan: ছবি দেওয়া আছে বর্তমান এবং প্রাক্তন কয়েকজন নেতারও। বলা আছে, তাঁরাই বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্য নায়ক। এছাড়াও বলা আছে জনসংযোগ আছে এমন নেতাদের বেছে নেওয়া হোক। 'সেভ বার্ডওয়ান বিজেপি' নামে এই পোস্টার দেওয়া হয়েছে।

Bengal BJP: সেভ বার্ডওয়ান বিজেপি, বর্ধমানে পড়ল পোস্টার
বিজেপি-র পোস্টার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: আবার বিজেপি নেতাদের নামে পোস্টার বর্ধমানে। শুক্রবার শহরের কার্জন গেটের কাছে কয়েকটি জায়গায় এই পোস্টার দেখা যায়। চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি। পোস্টারে দলের জেলা সভাপতি এবং সাংসদের ছবি দিয়ে নানা আপত্তিকর কথা লেখা আছে। ছবি দেওয়া আছে বর্তমান এবং প্রাক্তন কয়েকজন নেতারও। বলা আছে, তাঁরাই বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্য নায়ক। এছাড়াও বলা আছে জনসংযোগ আছে এমন নেতাদের বেছে নেওয়া হোক। ‘সেভ বার্ডওয়ান বিজেপি’ নামে এই পোস্টার দেওয়া হয়েছে।

বিজেপির জেলা মুখপাত্র চিকিৎসক এস আর বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন,  এটা বিজেপির কালচার নয়। ভাল খারাপ বাছাবাছি দল করে না। তবে তৃণমূল কংগ্রেসের এসব অভ্যাস আছে। তারা একাজ করে থাকতে পারে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, তৃণমূল কংগ্রেসের অত সময় নেই। ওদের দলে গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। এটা ওদের দলেরই কারও কাজ হতে পারে।

লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে। রাজ্যে আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শাসক-বিরোধী নেতৃত্ব জোর কদমে ময়দানে নেমে পড়েছে। একাধিক জায়গায় ইতিমধ্যেই পড়েছে পোস্টার। তা অবশ্য অনেক ক্ষেত্রে প্রার্থীর সমর্থনে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট কোনও এক ব্যক্তির নামে নয়, বিজেপি নেতাদের সমর্থনে পড়ল পোস্টার।

Next Article