Srikanto Mahato: বিজেপিকে তাড়াতে হাতে ঝাঁটা-লাঠি ধরার নিদান, বিতর্কে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 02, 2024 | 1:42 PM

Srikanta Mahato: তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আগামী ১০ মার্চ কলকাতায় 'জনগর্জন সভা'র ডাক দিয়েছে তারই প্রস্তুতি নিয়ে গুসকরা বারোয়ারিতলায় একটি সভার ডাক দেয় গুসকরা শহর তৃণমূল কংগ্রেস। এই সভায় মূল বক্তা ছিলেন শ্রীকান্ত মাহাতো।

Srikanto Mahato: বিজেপিকে তাড়াতে হাতে ঝাঁটা-লাঠি ধরার নিদান, বিতর্কে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো
শ্রীকান্ত মাহাতোর বক্তব্য ঘিরে বিতর্ক
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: বিজেপিকে নিশানা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। শুক্রবার পূর্ব বর্ধমানের গুসকরা শহরের বারোয়ারিতলায় তৃণমূল কংগ্রেসের জনসভায় শ্রীকান্ত মাহাতো বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এই বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে হবে। দেশকে বাঁচাতে হলে আপনাদের ঝাঁটা,জুতো,লাঠি সোঁটা নিয়ে বেরোতে হবে। দেশের মাটিকে রক্ষা করার জন্য। ভারতের পার্লামেন্ট জনগনের জন্য তৈরি হবে। কোম্পানির জন্য নয়।”

তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আগামী ১০ মার্চ কলকাতায় ‘জনগর্জন সভা’র ডাক দিয়েছে তারই প্রস্তুতি নিয়ে গুসকরা বারোয়ারিতলায় একটি সভার ডাক দেয় গুসকরা শহর তৃণমূল কংগ্রেস। এই সভায় মূল বক্তা ছিলেন শ্রীকান্ত মাহাতো। ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত শ্যাম সহ অন্যান্যরা। এই সভায় বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। আর তা নিয়েই শুরু বিতর্ক।

এ প্রসঙ্গে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় দত্ত বলেন, “এটা তৃণমূলের সংস্কৃতি। একজন মন্ত্রীর মুখে যদি এরকম ভাষা হয়, তাহলে ভেবে দেখুন বুথ লেভেলের কর্মীদের কী অবস্থা হবে। দেখবেন কিছুদিন পর বাংলার মহিলারা ওই শ্রীকান্ত মাহাতোর পিছনেই দৌড়াবে।”

অন্যদিকে, রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “ওঁ কী বলেছেন, সেটা আমি বলতে পারব না।তবে এটা সত্যি বিজেপির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। “

Next Article