TMC: ‘এবার বদলা চাইব’, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
Purba Burdwan: মানগোবিন্দ অধিকারী বলেন, "ইনসাফ তো আমরা চাইব। ২০১০-এর ১০ জানুয়ারি। আমাদের কর্মী খুন হয়েছিল, সেই খুনে রিপোর্ট হয়েছিল আমাদের কর্মীই নাকি নিজের বোমে মারা গিয়েছিল। আমাকে সে বছরের জানুয়ারিতেই গুলি করা হয়েছিল।"

পূর্ব বর্ধমান: রাজনৈতিক বদলার কথা শোনা গিয়েছে দলনেত্রীর মুখে। এবার সে বার্তা দিচ্ছে জেলা নেতৃত্বও। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর মুখে এবার বদলার কথা। দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে বিধায়ক বলেন, “আগে বলেছিলাম বদলা নয় বদল চাই। কিন্তু এবার বদলা চাইব।”
জেলায় জেলায় সিপিএমের ইনসাফ যাত্রা হয়েছে। তারই পাল্টা শনিবার জেলায় তৃণমূল একটি মিছিল করে। ভাতারের বলগোনা বাজার থেকে ভাতার বাজার পর্যন্ত তা হয়। আর সেই পদযাত্রা শেষেই মানগোবিন্দ অধিকারীর মুখে বদলার কথা শোনা যায়।
পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে মানগোবিন্দ অধিকারী সিপিএমের ইনসাফ যাত্রাকে কটাক্ষ করে বলেন, “ইনসাফ তো আমরা চাইব। ২০১০-এর ১০ জানুয়ারি। আমাদের কর্মী খুন হয়েছিল, সেই খুনে রিপোর্ট হয়েছিল আমাদের কর্মীই নাকি নিজের বোমে মারা গিয়েছিল। আমাকে সে বছরের জানুয়ারিতেই গুলি করা হয়েছিল। গুলি পুলিশ সিজ করে। কিন্তু তা আর দেখায়নি। ইনসাফ তো তাহলে আমরা চাই। তোমরা কী চাইবে?”
এরপরই বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, “এখন যাদের ১৯ বছর বয়স তারা জানে না তোমরা কী করেছ। আমরা তো জানি। হিসাব আমরা চাই। আমাদের নেত্রী সেদিন বলে দিয়েছে, আমাদের ৪ জনকে ঢুকিয়েছে, আমরা ৮ জনকে ঢোকাব। আমরা এবার বদলা চাইব।”
এ প্রসঙ্গে সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক বলেন, “মুখে ওরা যাই বলুক, গত ১২ বছর ধরে পশ্চিমবাংলায় বদলা নয় বদল চেয়েছে বললে লোকে হাসবে। বর্ধমান সদরেই তো আমাদের জেলা কমিটির নেতা কমরেড প্রদীপ তা-কে কীভাবে মারা হয়েছিল সকলেই জানেন। রাজ্যজুড়ে তো স্বৈরাচারী শাসন চলছে।”
