কালনা: পঞ্চায়েত ভোট আসন্ন। জমি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী সকল শিবির। শাসক থেকে বিরোধী কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে তার আগেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার মাঠে বড় সভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ১২ ফেব্রুয়ারি ওই সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার। একইসঙ্গে এই সভাতে উপস্থিত থাকতে পারেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত মজবুত করতে এই জনসভা। শনিবার এই সভার চলছে শেষ প্রস্তুতি চলছে জোর কদমে। নিরাপত্তার জন্য মঞ্চের চারিদিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। থাকবে পুলিশ। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকেরা এই জনসভায় উপস্থিত হবে এমনই দলীয় সূত্রে খবর।
বিগত কয়েকদিন ধরেই র্বভারতীয় সভাপতির পূর্বস্থলীতে সভা করা নিয়ে আলোচনা চলছে। মণ্ডল কমিটিকে জানানো হয়েছে বিষয়টি। বিজেপির এই সভার দরুণ শুক্রবার থেকেই শুরু হয়েছে তোড়জোড়। গতকাল সকালে রাজ্য নেতৃত্ব চূড়ান্ত করেন সভার। মাইক, সামাজিক মাধ্যমে জোরকদমে প্রচার শুরু করা হয়েছে। বিজেপির রাজ্য সাংগঠনিক যুগ্ম সম্পাদক সতীশ ধন, কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুইয়েরা এ দিন সভাস্থল পরিদর্শন করেন। কোন কোন বিধানসভা থেকে কত লোক আসবেন, তা নিয়েও আলোচনা হয়। ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেন চলাচলে অনিয়ম হয়েছে গত কয়েকটি রবিবারে। কাটোয়া সাংগঠনিক জেলার এক নেতার কথায়, ‘‘আমাদের সভা হবে রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। কালনা থেকে কাটোয়া পর্যন্ত বিভিন্ন স্টেশন থেকে দলীয় কর্মীরা ট্রেনে উঠবেন। ওই দিন যাতে ট্রেন চলাচল বিঘ্নিত না হয়, তার জন্য হাওড়া ডিভিশনের ডিআরএমের সঙ্গে কথা বলা হয়েছে।’’