Suvendu Adhikari: ‘পুরীতে গামছা পরে বাস ধুতো, তারা নেতা হয়েছে’, তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Nov 11, 2021 | 8:53 PM

Suvendu Adhikari in Tamluk: "তৃণমূল শেখাচ্ছে, ভাইপোর পাঠশালায় দীক্ষা দেওয়া হচ্ছে, যত নোংরা কথা বলবে ততো নম্বর বাড়বে। পুলিশের নিরাপত্তা বাড়বে। তোলা তোলার লাইসেন্স বাড়বে।

Suvendu Adhikari: পুরীতে গামছা পরে বাস ধুতো, তারা নেতা হয়েছে, তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর
তমলুকে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

Follow Us

পূর্ব মেদিনীপুর: ‘পুরীতে গামছা পরে বাস ধুতো, তারা নেতা হয়েছে। তৃণমূল শেখাচ্ছে, ভাইপোর পাঠশালায় দীক্ষা দেওয়া হচ্ছে। যত নোংরা কথা বলবে তত নম্বর বাড়বে (তৃণমূলে)।’ তৃণমূলকে (TMC) নিশানা করে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

বৃহস্পতিবার পেট্রোপণ্যের উপর রাজ্যের শুল্ক কমানোর দাবিতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি-র পদযাত্রা হয় তমলুকে। সেখান থেকে তৃণমূলকে নিশানা করেন তিনি। শুভেন্দুর কথায়, “কেন্দ্রের সরকার মানুষের কষ্টের কথা ভেবে পেট্রোল সহ অন্যান্য পেট্রোপণ্যের উপর শুল্ক হ্রাস করেছে। দেশের অন্যান্য রাজ্যগুলিও শুল্ক হ্রাস করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুল্ক কমাতে পারবেন না বলে জানিয়েছেন। অবিলম্বে রাজ্যের শুল্ক কমানো না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন হবে”।

এদিকে বুধবার নন্দীগ্রাম দিবস থেকেই তৃণমূল বনাম শুভেন্দু অধিকারীর বাকযুদ্ধ শুরু হয়েছে। তাঁকে উদ্দেশ্য করে ‘অশালীন’ মন্তব্য করার অভিযোগে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় গিয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী।  শুভেন্দুর তরফেও তৃণমূলকে উদ্দেশ্য করে আক্রমণ অব্যাহত। এদিন তিনি বলেন, “উনি চাকরগুলিকে পাঠান। ওদের মুখে কী সুন্দর- সুন্দর কথা! মাধ্যমিক পাশ করেনি। পুরিতে গামছা পরে বাস ধুতো। চ্যানেলগুলি নেতা বানিয়ে দিয়েছে এই ছোটলোকগুলিকে। ভাবতে খুব কষ্ট হয়।”

এখানেই থামেননি তিনি। বলেন, “তৃণমূল শেখাচ্ছে, ভাইপোর পাঠশালায় দীক্ষা দেওয়া হচ্ছে, যত নোংরা কথা বলবে ততো নম্বর বাড়বে। পুলিশের নিরাপত্তা বাড়বে। তোলা তোলার লাইসেন্স বাড়বে। রাজ্যের রাস্তা ঘাট বেহাল,নদী সমুদ্র বাঁধ সংস্কার হচ্ছে না কার্যত দেউলিয়া সরকার। রেশন নিয়ে ভুল বোঝানো হচ্ছে রাজ্যের মানুষকে। কোভিড পরিস্থিতির জন্য কেন্দ্র সরকার দেশের মানুষের ক্ষেত্রে রেশন বরাদ্দ করেছিল কিন্তু বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে তা চালিয়েছে এত দিন। যেই না বন্ধ হয়েছে অমনি ভুল বোঝানো শুরু”।

১০ নিভেম্বর নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে শহিদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, বিধায়ক তাপস রায়, অখিল গিরি সহ অন্যান্য নেতৃত্ব। ওই সভা থেকে নন্দীগ্রামের বিধায়ককে তুলোধোনা করেন কুণাল। নন্দীগ্রাম থেকে তাঁকে ঘাড় ধরে তাড়ানোর হুঁশিয়ারি দেন তৃণমূলের রাজ্য সম্পাদক। সেই সঙ্গে গদ্দার, মীরজাফর সহ একাধিক বিশেষণে শুভেন্দুকে তীব্র আক্রমণ শানান তিনি। এই প্রেক্ষিতে শুভেন্দু পাল্টা তৃণমূলকে নিশানা করেন।

এদিন পেট্রোপণ্যের ওপর রাজ্যের শুল্ক কমানোর দাবিতে তমলুকের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রা করে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি-র ডাকে বৃহস্পতিবার বিকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার মানুষ। বিজেপি-র অন্যান্য নেতা-বিধায়করাও অংশ নেন তাতে। পদযাত্রা শেষে পথসভার সময় আচমকা অবরোধ শুরু করেন বিজেপি-র লোকজন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

আরও পড়ুন: BJP Bengal: হাওড়ার বহিষ্কৃত বিজেপি নেতা ‘সমাজ সেবা’ করতে চান, কোনও দল সে সুযোগ দিলে ‘আপত্তি নেই’

Next Article