Murder: মাঝরাতে মা-বাবাকে মারধর, বাধা দিতে গিয়ে মদ্যপ জগাইয়ের হাতে খুন ভাই মাধাই

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2022 | 11:46 PM

Murder: বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারির বোহার গ্রামে। মৃতের নাম মাধাই প্রামাণিক (৪৪)।

Murder: মাঝরাতে মা-বাবাকে মারধর, বাধা দিতে গিয়ে মদ্যপ জগাইয়ের হাতে খুন ভাই মাধাই
প্রতীকী চিত্র

Follow Us

মেমারি: মদ্যপ অবস্থায় বাড়িতে প্রায়শই অশান্তি করত দাদা। যা নিয়ে ভাইয়ের সঙ্গে প্রায়শই বিবাদও হত। বুধবার ফের বাড়িতে মদ খেয়ে ঢোকে দাদা। তারই প্রতিবাদ করতে গিয়ে দাদার হাতে খুন (Murder) হয়ে গেল ভাই। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারির বোহার গ্রামে। মৃতের নাম মাধাই প্রামাণিক (৪৪)। ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদা জগাই প্রামাণিক পলাতক। সূত্রের খবর, বাড়ির বড় ছেলে জগাই  প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও বাবা মায়ের সঙ্গে অশান্তি করে। বুধবারও সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু করে। এদিকে স্বামী-স্ত্রীর অশান্তি থামাতে গেলে বয়স্ক বাবা-মায়ের গায়ে হাত তোলে জগাই। এ ঘটনা দেখেই প্রতিবাদ করতে যান ভাই মাধাই। কিন্তু, দাদার রোষানল থেকে বাদ পড়েননি ভাই। 

সূত্রের খবর, গভীর রাতে পিছন থেকে মাধাইয়ের মাথায় ভারীবস্তু দিয়ে আঘাত করে দাদা জগাই। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে মাধাই। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু হয়েছে জগাই প্রামাণিক। তাঁর খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। 

ঘটনা প্রসঙ্গে মৃতের মা বলেন, “রাতে বাড়ি ফিরে আমাকে ডেকে তুলে বাড়িতে চেঁচামেচি শুরু করে। তারপর বাবাকে মারধর করতে শুরু করে। আমি থামাতে গেলে আমার গায়েও হাত তোলে। তখন আমার ছোট ছেলে ঘর থেকে বেরিয়ে দাদাকে থামাতে যায়। তখনই রাতে ওর গায়ে হাত তোলে। এমন মেরেছে নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এদিকে তখন বাড়িতে সবাই ঘুমাচ্ছিল। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে সবাই জড়ো হয়। আগেও মদ খেয়ে এসব করত। মাঝে শুধরে গিয়েছিল। এখন আবার শুরু করে।”

Next Article