Burdwan Hooching: বর্ধমান বিষমদ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক, খুনের ধারায় মামলা রুজু

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 12, 2022 | 3:06 PM

Burdwan Hooching: বর্ধমানের সমস্ত মদের কাউন্টার সোমবারও বন্ধ রয়েছে। রবিবার সরকারি স্তরের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে প্রাথমিকভাবে সরকারি মদের ওই ব্র্যান্ডের বিশেষ কোনও ব্যাচে গোলমালের প্রমাণ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে।

Burdwan Hooching: বর্ধমান বিষমদ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক, খুনের ধারায় মামলা রুজু
'বিষমদ'কাণ্ডে গ্রেফতার

Follow Us

বর্ধমান: বিষমদকাণ্ডে গ্রেফতার এক। কলেজ মোড় এলাকার তারা মা হোটলের মালিক গণেশ পাশোয়ানকে গ্রেফতার করল পুলিশ। এর আগেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। অভিযুক্ত হোটেল মালিকের বিরুদ্ধে ৩০২, ৩১৮, ২৭২,১২০ (বি) খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানা গিয়েছে।

বর্ধমানের সমস্ত মদের কাউন্টার সোমবারও বন্ধ রয়েছে। রবিবার সরকারি স্তরের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে প্রাথমিকভাবে সরকারি মদের ওই ব্র্যান্ডের বিশেষ কোনও ব্যাচে গোলমালের প্রমাণ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে।

তদন্তকারীরা মদের নমুনা মেঝে ও দেওয়াল থেকে সংগ্রহ করেছে এফএসএলে পাঠাচ্ছে বলেও জানা গিয়েছে। তদন্তের স্বার্থে এবার জেলা পুলিশের তরফে খাদ্য সুরক্ষা দফতরেরও সাহায্য নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতেই বর্ধমান শহরে মদে বিষক্রিয়ার জেরে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এরপর শুক্রবার সকাল হতে না হতে, সেই মৃত্যুর সংখ্যা বেড়ে হয় চার। ওইদিনই পরে আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার পর টনক নড়ে জেলা প্রশাসনেরও।

জেলা আবগারি দফতরের পুলিশ সুপার এনায়েত রাব্বি জানিয়েছেন, নমুনা সংগ্রহের পরে সরকারি ও বেসরকারি ল্যাবের যে প্রাথমিক রির্পোট পাওয়া গিয়েছে, তাতে অসঙ্গতি মেলেনি। অন্যদিকে আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, যে মদ নিয়ে অভিযোগ এসেছে, সেই ব্যাচের মদ আপাতত বিক্রি বন্ধ রাখা হয়েছে। এই ব্যাচের মদ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় গিয়েছে বলেও খবর। সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। সেখানেও বন্ধ থাকবে এই মদ বিক্রি।

Next Article