Medical Student: মেডিক্যাল পড়ুয়ার মর্মান্তিক পরিণতি; এত রাতে হস্টেলের বাইরে কীভাবে, উঠছে প্রশ্ন

Manatosh Podder | Edited By: সায়নী জোয়ারদার

Sep 03, 2023 | 7:35 PM

Burdwan Medical: এরপরই স্থানীয় লোকজন অভিনীতকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অভিনীতকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনীতের দেহ ময়না তদন্তের পর রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Medical Student: মেডিক্যাল পড়ুয়ার মর্মান্তিক পরিণতি; এত রাতে হস্টেলের বাইরে কীভাবে, উঠছে প্রশ্ন
বর্ধমান মেডিক্যাল কলেজ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব বর্ধমান: পথদুর্ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্রের মৃত্যু। রাত্রে বাইরে খাবার খেতে গিয়েছিলেন অভিনীত কুমার (২৫) নামে ওই ছাত্র। সেখান থেকে ফেরার পথেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অভিনীতের। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় বাড়ি অভিনীতের। বর্ধমান মেডিক্যাল কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন তিনি। শনিবার বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে নবাবহাট মোড় এলাকায় একটি ধাবায় খেতে গিয়েছিলেন অভিনীত। স্থানীয় সূত্রে খবর, রাত ১১টা নাগাদ সেই ধাবা থেকে বাইকে ফিরছিলেন অভিনীতরা। মালবাহী একটি ছোট গাড়ি পিছন থেকে অভিনীতের গাড়িতে ধাক্কা মারে। ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর জখম হন তিনি। প্রশ্ন উঠছে, এত রাত অবধি পড়ুয়ারা রাস্তায় কীভাবে রইলেন।

এরপরই স্থানীয় লোকজন অভিনীতকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অভিনীতকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনীতের দেহ ময়না তদন্তের পর রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও ছেলের মৃত্যু নিয়ে তাঁর পরিবার প্রকাশ্যে কিছু জানাতে চায়নি। তবে সূত্রের খবর, এ নিয়ে বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে এত রাত অবধি ছাত্রদের বাইরে থাকা নিয়ে প্রশ্ন উঠতে তৎপর বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ কৌস্তভ নায়েক জানান, প্রথম ও দ্বিতীয়বর্ষের পড়ুয়াদের রাত ৮টার মধ্যে হস্টেলে ঢুকতে হয়। ফাইনাল ইয়ারের পড়ুয়াদের রাত ৯টার মধ্যে হস্টেলে ঢুকতে বলা হয়।

তবে একইসঙ্গে তিনি জানান, রাতে অনেকেরই হাসপাতালে ডিউটি থাকে। ফলে তাঁদের হাসপাতালেও যেতে হয়। তবে অনেকে সে সুযোগে বাইরেও যান। মেডিক্যালের অধ্যক্ষ জানান, এ নিয়ে হস্টেল কমিটিকে ডাকা হয়েছে। ডিউটি ছাড়া যাতে কেউ হস্টেলের বাইরে না যায় তা সুনিশ্চিত করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে নজরদারি চলবে, সকলে সময়মতো হস্টেলে ঢুকছে কি না সেদিকেও।

Next Article