AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, CID-র হাতে গ্রেফতার পোস্টমাস্টার

Burdwan: সিআইডি অফিসারদের একটি দল রবিবার বিকালে বিদ্যুৎ সুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে কলকাতার ভবানীভবনে নিয়ে যায়। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

Burdwan: লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, CID-র হাতে গ্রেফতার পোস্টমাস্টার
ধৃত পোস্টমাস্টারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 10, 2025 | 7:48 PM
Share

বর্ধমান:  পূর্ব বর্ধমানের জামালপুর উপ-ডাকঘরের আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে এবার সিআইডির হাতে গ্রেফতার তৎকালীন পোস্টমাস্টার। ধৃতের নাম বিদ্যুৎ সুর। রবিবার বিকালে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বুলচন্দ্রপুরের বাড়ি থেকে বিদ্যুৎ সুরকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডি অফিসারদের একটি দল রবিবার বিকালে বিদ্যুৎ সুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে কলকাতার ভবানীভবনে নিয়ে যায়। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

জামালপুর উপ-ডাকঘরে সঞ্চয়ের টাকা গচ্ছিত রেখে প্রতারিত হওয়া পরিবাটি জামালপুর হটতলা এলাকার বাসিন্দা। পাল পরিবারের বক্তব্য, তাদের পরিবারের সকলেই পরিশ্রম করে রোজগার করা অর্থ থেকে কিছু কিছু করে জমিয়ে রাখতেন।জমানো অর্থ জামালপুর সাব-পোস্ট অফিসে গচ্ছিত রাখার জন্য সুরজিৎ পাল এবং তার বাবা,  মা, দিদি ও জামাইবাবু আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলেন।

২০২১ সালে ১ বছরের ’ফিক্সড ডিপোজিট’ স্কিমে তাঁরা নিজের নিজের অর্থ অ্যাকাউন্টে জমা করেন। তাঁদের সবার মিলিয়ে জমা করা টাকার পরিমাণ ১২ লক্ষ ২০ হাজার টাকা। তদানীন্তন জামালপুর সাব- পোস্ট অফিসের পোস্টমাস্টার বিদ্যুৎ সুর ওই টাকা গ্রহণ করে নিয়ে শীল স্ট্যাম্প দিয়ে তাদের সবার অ্যাকাউন্ট বই ইস্যু করে দেন।

ফিক্সড ডিপোজিটের মেয়াদ ১বছর উত্তীর্ণ হওয়ার আগেই কঠিন রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুরজিৎতের মা রাধারানি । তাঁকে চিকিৎসার জন্য কলকাতা সহ ভিন রাজ্যের হাসপাতালে নিয়ে যেতে হয়। তখন টাকার খুব প্রয়োজন হয়ে পড়লে পাল পরিবারের সদস্যরা অগ্রিম ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে টাকা তুলে নেওয়ায় জন্য জামালপুর সাব পোস্ট অফিসে যান। তখনই পোস্টমাস্টারের কথা শুনে তাদের মাথায় হাত পড়ে যায়। তাঁরা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর টাকা ফেরত না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দেয়। তৎকালীন পোস্টমাস্টারকে গ্রেফতার করা হয়। সুরজিৎ পালের পরিবারের সদস্যের বত্তব্য, “আদালত ও সিআইডির ওপর আমাদের আস্থা রয়েছে।”