কালনা: বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে রণক্ষেত্র কালনার চা গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কালনা ২ নম্বর ব্লকের চা গ্রামের ঘটনা।রাত্রেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বুদ্ধিন টুডু নামে এক মহিলার বাড়িতে প্রতিবেশীর একটি ছাগল ঢুকে পড়ে। তিনি দেখতে পেয়েই ছাগলটিকে তুলে আছাড় দেন ওই মহিলা। প্রতিবেশীরা প্রতিবাদ করলে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় বুদ্ধিন টুডু তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা। মহিলাকে মারধর চলতে থাকে।
এছাড়াও গ্রামে একটি মন্দির চত্বরের জায়গা নিয়ে বুদ্ধিন টুডুর সঙ্গে এলাকাবাসীদের বিবাদ রয়েছে। খবর পেয়ে মহিলাকে উদ্ধার করতে গিয়েই এলাকার উত্তেজিত মানুষ চড়াও হন পুলিশের ওপর। আক্রান্ত হন এক সিভিক ভলান্টিয়ারও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। পরে আরও পুলিশ গিয়ে আহত মহিলা ও পুলিশকর্মীকে উদ্ধার করে। তাঁদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় দু’পক্ষই কালনা থানায় অভিযোগ দায়ের করেছে। এখনও পর্যন্ত গ্রেফতার চার। যদিও পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা স্বীকার করেন পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় এরকম অশান্তি আগেও হয়েছে। কিন্তু এত বড় কিছু হয়নি। ওই মহিলার বিরুদ্ধে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।