কালনা: তিনি কালনা পুরসভার পুর উপপ্রধান। আবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু কবে শেষ স্কুলমুখো হয়েছিলেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিভাবক ও পড়ুয়া তথা অন্যান্য শিক্ষকরাও। এবার কালনার পুর উপপ্রধান তপন পোড়েলের বিরুদ্ধেই দীর্ঘদিন স্কুলে না যাওয়ার অভিযোগ তুলে শিক্ষাদফতরে অভিযোগ জানালেন গ্রামবাসী ও অভিভাবকরা। ইতিমধ্যেই সেই অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করেছে শিক্ষাদফতর। তপন পোড়েলকে তলবও করা হবে বলে জানিয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা দফতর। অন্যদিকে উপ পুরপ্রধান তপন পোড়েলের বক্তব্য, তিনি স্কুলে যান, তবে বিভিন্ন কাজে তাঁকে মাঝেমধ্যে বাইরে যেতে হয়। এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত।
কালনা পূর্বচক্রের খাঁপুর স্কুলের প্রধান শিক্ষক তপন পোড়েল। কুড়ি বছর ধরে তিনি ওই স্কুলেই শিক্ষকতা করছেন। অন্যদিকে ২০২২ সালে কালনা পুরসভার উপ পুরপ্রধান হন তপন পোড়েল। গত ১৩মার্চ খাঁপুর গ্রামের ৫০ জন বাসিন্দা সই করে একটি চিঠি জেলা প্রাথমিক স্কুল সাংসদ বা ডিপিএসসিতে জমা দেয়। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও তপন পোড়েল স্কুলেই যান না।
বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও। তাঁর বক্তব্য, তপন পোড়েল দল করতেই পারে। কিন্তু স্কুলে না গিয়ে উপস্থিতি দেখানো, সেটা অপরাধ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ।
পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক স্কুল সংসদকে লেখা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উপ পুরপ্রধান তপন পোড়েল দু’বছর স্কুল আসেন না। শুধু তাই নয়, তিনি বাড়িতে বসেই উপস্থিতির নথিভুক্ত করার খাতায় সই করেন। সূত্রের খবর, ইতিমধ্যেই এক স্কুল পরিদর্শক ঘটনার প্রাথমিক তদন্ত করেছে। যদিও তপন পোড়েলের বক্তব্য, “স্কুলে যাই। রাজনীতি হচ্ছে সবেতেই।”
এপ্রসঙ্গে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, “শিক্ষাদফতর থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে সবটাই। এটা তৃণমূল দল। বিজেপি নয়। কিছুই ধামাচাপা পড়বে না।”