Meenakshi attacks Saayoni ghosh: ‘চুরি করলে কী সিংহাসনে বসিয়ে রাখবে? ডাক পড়বেই’, সায়নীকে আক্রমণ মীনাক্ষীর

Manatosh Podder | Edited By: জয়দীপ দাস

Jul 01, 2023 | 4:18 PM

Meenakshi attacks Saayoni ghosh: পঞ্চায়েত ভোটের আবহে শনিবার পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লীর মাঠে বাম প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সভার আয়োজন হয়েছিল। সেখানেই যোগ দিয়েছিলেন মীনাক্ষী।

Meenakshi attacks Saayoni ghosh: ‘চুরি করলে কী সিংহাসনে বসিয়ে রাখবে? ডাক পড়বেই’, সায়নীকে আক্রমণ মীনাক্ষীর
সায়নীকে আক্রমণ মীনাক্ষীর

Follow Us

পূর্ব বর্ধমান: আবার ডাকা হবে। শুক্রবার রাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এ কথা বলেছিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni ghosh)। প্রায় সাড়ে ১১ ঘণ্টার ইডি (ED) জেরা সামলে রাত পৌনে এগারোটা নাগাদ সিজিও থেকে বেরোতে দেখা যায় তাঁকে। এরইমধ্যে সায়নীকে এক হাত নিতে দেখা গেল বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Meenakshi Mukherjee)। চুরি করলে কী সিংহাসনে বসিয়ে রাখবে? ডেকে তো পাঠাবেই। সেটাই হয়েছে। এদিন এ ভাষাতেই সায়নীর দিকে কটাক্ষবাণ শানান মীনাক্ষী। 

পঞ্চায়েত ভোটের আবহে শনিবার পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লীর মাঠে বাম প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সভার আয়োজন হয়েছিল। সেখানেই যোগ দিয়েছিলেন মীনাক্ষী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে দেখা যায় তাঁকে। জব কার্ডে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগও তোলেন। তোপ দাগেন সায়নীর বিরুদ্ধেও। বলেন, চুরি করলে তো ডেকে পাঠাবেই। তাই হয়েছে। পাশাপাশি ভোটমুখী বাংলায় লাগাতার হিংসা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন এত টানাপোড়েন তা নিয়েও প্রশ্ন তোলেন। মীনাক্ষীর স্পষ্ট কথা, “নিরপেক্ষভাবে ভোট করানোটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তার জন্য ওরা মাইনে পায়।” 

পাল্টা কটাক্ষ করেছে ঘাসফুল শিবিরও। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু টুডু বলেন, “ওদের দল তো বাংলা থেকে উঠে গিয়েছে। ওদের দেখতে আলিপুর চিড়িয়াখানায় যেতে হয়। মাঝে মাঝে আসেন আর এসব বলেন। কী আর বলব এদের নিয়ে। ”

Next Article