বর্ধমান : বর্ধমানে মদে বিষক্রিয়ার ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ঘটনায় আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে মদে বিষক্রিয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ছয়। বৃহস্পতিবার রাতেই দুই জনের মৃত্যু হয়েছিল। এরপর শুক্রবার আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও দুইজনের মৃত্যু। এছাড়াও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কয়েকজন ভর্তি রয়েছেন। নতুন করে যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, ভবানীপ্রসাদ সাঁই (৪৮) এবং শম্ভু শর্মা (৫৩)। ভবানীপ্রসাদের বাড়ি বর্ধমান শহর সংলগ্ন সরাইটিকরের নিবেদিতা পল্লীতে। বৃহস্পতিবার মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
জানা গিয়েছে বাড়িতেই বমি শুরু হয়েছিল ভবানীপ্রসাদের। মৃতের স্ত্রী জানিয়েছেন, ওই ব্যক্তি প্রায়ই মদ খেতেন। এর আগেও একবার মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও প্রায়শই মদ খেতেন ওই ব্যক্তি। অন্যদিকে শম্ভু শর্মার বাড়ি বর্ধমান শহর সংলগ্ন কেশবগঞ্জ চটিতে। শুক্রবার দুপুরে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন বিকেলেই তিনি মারা যান। মৃতের ছেলের দাবি, বৃহস্পতিবার ওই প্রৌঢ় কলেজ মোড়ের ওই হোটেলে মদ খেয়েছিলেন। তারপর বাড়ি যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন। শরীরে অস্বস্তি শুরু হয়। শুক্রবার তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হাসপাতালেই মারা যান তিনি। মদ খেয়েই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।
যদিও হাসপাতালের থেকে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শনিবার ওই দুই জনের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বর্ধমান হাসপাতালে মদে বিষক্রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন ছয় জন। এছাড়া আরও একজন ভর্তি রয়েছেন এক বেসরকারি হাসপাতালে।