পূর্ব বর্ধমান: বিষ মদ কাণ্ডে বেড়েই চলেছে অসুস্থ হওয়ার সংখ্যা। আরও দু’জনের অসুস্থ হওয়ার খবর মিলেছে। এরা প্রত্যেকে ভর্তি রয়েছেন বর্ধমানের সরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, অসুস্থ দু’জনের নাম শেখ বাপন ও শেখ বাপ্পা। এরা দু’জন খাগড়াগড় মাঠপাড়ার বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, দুজনই গুরুতর অসুস্থ।
পরিবার সদস্যদের দাবি, দু’জনই সংশ্লিষ্ট দোকান থেকে মদ খেয়েছিলেন। এরপর শনিবার সকাল থেকে অসুস্থ হতে শুরু করেন তাঁরা। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই চোখে ঘোর লাগা শুরু হয়। পাশাপাশি বুকে কেমন একটা চাপ অনুভূত হতে শুরু করে। এরপরই তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে শেখ বাপ্পার পরিবারের সদস্য শেখ সানু ও বোন নেহা খাতুন বলেন, ‘গতকাল বিকেল থেকে অসুস্থ বোধ করে ও। বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। আমরা বুঝতে পেরে হাসপাতালে ভর্তি করি ওকে। জানাতে পেরেছি অবস্থা তেমন একটা ভাল নয়। আপাতত আইসিইউ-তে রয়েছে।’ অপরদিকে, বাপনের মা জানান, ছেলে মাঝে-মধ্যে মদ খেত জানি। তবে কীভাবে এমনটা হল বুঝে উঠতে পারলাম না।
হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত মেডিক্যাল কলেজে মোট ছ’জনকে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু’জন সিসিইউ-তে ভর্তি আছেন। বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।
উল্লেখ্য, বর্ধমানে মদে বিষক্রিয়ায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চার জনের ।শহরের সমস্ত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা আবগারি দফতর। তড়িঘড়ি সমস্ত অফ ও অন শপ বন্ধ করল দোকানের মালিকরা। শহরে বিষমদকাণ্ডের জেরে যাতে আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা না হয় সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। যদিও আবগারি দফতরের পক্ষ থেকে এখোনও পর্যন্ত এবিষয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।