Dilip Ghosh: পরাজিতদেরও কর্মীদের পাশে দাঁড়াতে হবে, বার্তার পরই বর্ধমানে দিলীপ ঘোষ

Manatosh Podder | Edited By: Soumya Saha

Jun 16, 2024 | 7:05 PM

Dilip Ghosh: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও বিজেপির বেশ কিছু দলীয় কর্মী-সমর্থক ভোটের পর থেকে আতঙ্কে ঘরছাড়া। এমন অবস্থায় আজ ভোটের রেজাল্টের পর বর্ধমানে দিলীপ ঘোষের আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলতে চাননি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।

Dilip Ghosh: পরাজিতদেরও কর্মীদের পাশে দাঁড়াতে হবে, বার্তার পরই বর্ধমানে দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: লোকসভা ভোটে হারের পর এই প্রথম বর্ধমানে দিলীপ ঘোষ। রবিবার দুপুরে বর্ধমানের ঘোড়দৌড় চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে এলেন দিলীপ ঘোষ। কথা বললেন দলীয় কর্মীদের সঙ্গে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও বিজেপির বেশ কিছু দলীয় কর্মী-সমর্থক ভোটের পর থেকে আতঙ্কে ঘরছাড়া। এমন অবস্থায় আজ ভোটের রেজাল্টের পর বর্ধমানে দিলীপ ঘোষের আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলতে চাননি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।

লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিল। দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার প্রয়োজনের কথা বুঝিয়েছেন তিনি। তাঁর আসন বদল নিয়ে আপত্তির কথাও শুনিয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে। উল্লেখ্য, এবারের ভোটে মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুর থেকে ভোটে লড়তে হয়েছিল তাঁকে। মেদিনীপুরের জেতা আসন ছেড়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে হয়েছিল তাঁকে। কিন্তু পরাস্ত হয়েছেন। ভোটে পরাজয়ের পর আজ প্রথম দিলীপ ঘোষের দেখা মিলল বর্ধমানে।

উল্লেখ্য, লোকসভা ভোটে পরাজয়ের পর গতকালই কলকাতায় প্রথম বড় বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে আসন্ন বিধানসভা উপনির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি, দলীয় কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর বার্তাও উঠে এসেছিল। পরাজয় হয়েছে তো কী হয়েছে? কর্মীদের পাশে থাকতে হবে, সূত্রের খবর গতকালের বৈঠকে এই বার্তাই উঠে এসেছে। এরপরই রবিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঘোড়দৌড় চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে দিলীপ ঘোষ।

Next Article