Protest: ওই রাস্তায় আর কী হবে? ধানই পুঁতে দিলেন এলাকার লোকেরা

Kalna: মাটির রাস্তা হওয়ায় বর্ষাকালে পা ডুবে যায় জল-কাদায়। কলেজ পড়ুয়া জিৎ মালি বলেন, "রাস্তার খুব বাজে অবস্থা। হেঁটে যাওয়ার মতো রাস্তা নয়। বর্ষায় কী যে বিপদের মধ্যে চলাচল করতে হয় একমাত্র ঈশ্বর জানেন। বাচ্চারা তো একা স্কুলেও যেতে পারে না। ওদের কোলে করে দিয়ে আসতে হয়।"

Protest: ওই রাস্তায় আর কী হবে? ধানই পুঁতে দিলেন এলাকার লোকেরা
রাস্তায় ধান পুঁতছেন এলাকার লোকেরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 11:46 PM

কালনা: দিনের পর দিন পাকা রাস্তা নেই। বর্ষায় প্রাণ হাতে করে চলাচল করতে হয় গ্রামের মানুষকে। তারই প্রতিবাদে রাস্তায় ধানের চারা পুঁতলেন গ্রামবাসী। কালনা-২ ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের খাগড়াকুর গ্রামের ঘটনা। রবিবার কয়েকশো গ্রামবাসী ক্ষোভ উগরে দেন এই ঘটনায়। এলাকার লোকজনের অভিযোগ, রাস্তা চেয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে জানানো হয়। কিন্তু কোনও লাভ হয়নি। খাগড়াকুর গ্রামে ঢোকার মুখে ৬০০ মিটার বেহাল রাস্তা এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মাটির রাস্তা হওয়ায় বর্ষাকালে পা ডুবে যায় জল-কাদায়। কলেজ পড়ুয়া জিৎ মালি বলেন, “রাস্তার খুব বাজে অবস্থা। হেঁটে যাওয়ার মতো রাস্তা নয়। বর্ষায় কী যে বিপদের মধ্যে চলাচল করতে হয় একমাত্র ঈশ্বর জানেন। বাচ্চারা তো একা স্কুলেও যেতে পারে না। ওদের কোলে করে দিয়ে আসতে হয়। ভয়ে থাকে বাড়ির লোকেরা। বাচ্চা যদি পড়ে যায়, তবে তো একটা বিপদ ঘটে যাবে।”

এলাকার আরেক বাসিন্দা রঞ্জিত মালি বলেন, ” ৬০০ মিটার রাস্তা হওয়ার কথা। আমাদের রাস্তার খুব খারাপ অবস্থা। তাই আমরা ধান রুইয়ে দিয়েছি। গত ৩ বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। এর জন্য প্রধান, পঞ্চায়েত সদস্য সকলকে জানিয়েছি। ওরা কোনও পদক্ষেপ করছে না। এখন চাইছি আমাদের রাস্তাটা তাড়াতাড়ি যেন তৈরি হয়ে যায়। একটা রোগী নিয়ে হাসপাতালে যেতে পারি না।” তারই প্রতিবাদে এদিন পথে নামা। যদিও পঞ্চায়েত প্রধান না থাকায় প্রতিক্রিয়া মেলেনি।