Kalna: জল খেয়ে বমি-পায়খানা, ২ জনের মৃত্যু, অসুস্থ বহু

Kousik Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Aug 11, 2024 | 11:36 PM

Kalna: বর্ষাকালে এমনিতেই জলবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। তার উপর স্থানীয় এলাকায় একটা পুকুরেই লোকে স্নান, মুখ ধোয়া, কাপড় কাচা সবই করে বলে খবর। কোনওভাবে সেই জল থেকেই পেটের রোগ কি না জানতে জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষায়।

Kalna: জল খেয়ে বমি-পায়খানা, ২ জনের মৃত্যু, অসুস্থ বহু
কালনা হাসপাতালে ভর্তি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কালনা: জল খেয়ে বমি, পায়খানা এমনকী মৃত্যু পর্যন্ত ঘটেছে গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন। আতঙ্ক ছড়িয়েছে কালনা থানার অকালপোষ পঞ্চায়েতের নারেঙ্গা এলাকায়। এলাকার লোকজন বলছেন ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে গ্রামে।

বর্ষাকালে এমনিতেই জলবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। তার উপর স্থানীয় এলাকায় একটা পুকুরেই লোকে স্নান, মুখ ধোয়া, কাপড় কাচা সবই করে বলে খবর। কোনওভাবে সেই জল থেকেই পেটের রোগ কি না জানতে জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষায়। শনিবার ও রবিবার মিলিয়ে ২ জনের মৃত্যু আতঙ্ক বাড়াচ্ছে। কালনা হাসপাতালে ভর্তি রোগীরাও ভীত।

রবিবার কালনা হাসপাতালে ডায়েরিয়া আক্রান্ত রোগীদের দেখতে হাজির হন বিধায়ক দেবপ্রসাদ বাগ। তিনি বলেন, “শুধু নারেঙ্গা নয়, আলাগড়, চাড়াবাগানের মতো এলাকায়ও ডায়েরিয়া হচ্ছে। মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি। বর্ধমানেও জানিয়েছি। টিম আসবে, দেখবে কোথা থেকে এটা ছড়াচ্ছে। তারপর মেডিক্যাল টিমের যা যা করার করবে। আমি নিজেও গিয়েছিলাম। চিকিৎসা শুরু হয়েছে। সবটা তো আমাদের হাতে নেই। আমার কাছে যা রিপোর্ট ২ জন মারা গিয়েছেন। কালনা হাসপাতালে ভর্তি আছেন মোট ৮ জন।”

পঞ্চায়েত প্রধান শ্যামল গনাই বলেন, “গ্রামের ২ জন মারা গিয়েছে জলের রোগে। জল পরীক্ষা না করে বোঝা যাবে না। পরীক্ষায় পাঠানো হয়েছে। জলের কল বন্ধ রেখেছি আপাতত।” রবিবার দুপুরে এলাকায় পৌঁছয় মেডিক্যাল টিম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় একটি টিউবয়েল রয়েছে তারই জল খান এলাকার বাসিন্দারা। একইসঙ্গে এলাকায় রয়েছে একটি পুকুর, সেখানেই বাকি কাজ করেন। তবে এ বিষয় নিয়ে হাসপাতাল সুপারকে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Next Article