Shaktigarh: ল্যাংচাকাণ্ডের পর এবার শক্তিগড়ে আরেক কীর্তি!

Purba Burdwan: কিছুদিন আগে ল্যাংচা-পর্বে উঠে এসেছিল শক্তিগড়ের নাম। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযানে খারাপ মানের ল্যাংচার স্টক নজরে আসে। স্বাস্থ্য বিভাগ সেসব মাটির নিচে পুঁতে দিয়েছিল। আবারও শক্তিগড় শিরোনামে। এবার এক ভুয়ো আবগারি আধিকারিককে ধরল পুলিশ।

Shaktigarh: ল্যাংচাকাণ্ডের পর এবার শক্তিগড়ে আরেক কীর্তি!
শক্তিগড় থানা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2024 | 7:29 PM

পূর্ব বর্ধমান: শক্তিগড়ে এবার পুলিশ ধরল এক ভুয়ো আবগারি আধিকারিককে। অভিযোগ, ধৃত নিজেকে আবগারি দফতরের আধিকারিক বলে পরিচয় দেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেন। যদিও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যান অভিযুক্ত। রবিবার রাতে পুলিশের পাতা জালে গ্রেফতার হন ওই ব্যক্তি। মেমারি থানা এলাকার বাসিন্দা তিনি। সোমবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় তাঁকে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবগারি আধিকারিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলাবাজি করছিলেন ওই ব্যক্তি। তাঁর আচরণে অতিষ্ট হয়ে উঠেছিলেন শক্তিগড় এলাকার বহু ব্যবসায়ী। গত ২৩শে অগস্ট এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শক্তিগড় থানার পুলিশ।

অভিযোগ, বেশ কিছুদিন ধরে হোটেল ব্যবসায়ীদের উপর নানাভাবে চাপ দিয়ে টাকা তুলছিলেন ধৃত। শুধু হোটেল ব্যবসায়ী নন, একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে মোটা টাকা চাইতেন বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করলেই আবগারি আইনে ভুয়ো মামলার হুঁশিয়ারি দেন।

পুলিশ সূত্রে খবর, শক্তিগড় থানার হীরাগাছির এক বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেন। তাঁকে ওই ব্যক্তি ভয় দেখান, অবৈধভাবে মদ বিক্রি করছেন এমন অজুহাত তুলে টাকা চান। বিরাট পরিমাণ টাকা চাওয়ায় শক্তিগড় থানায় যান তিনি।

পুলিশ এলাকার সিসিক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে। এরপরই বিনা নম্বরপ্লেটের বাইকে ঘোরা এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। রবিবার রাতে পুলিশ তাঁকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে নেন পূর্ব বর্ধমান জেলা আবগারি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি চালাচ্ছিলেন। মেমারি ও মন্তেশ্বর থানায়ও ওই ব্যক্তির নামে নানা অভিযোগ রয়েছে। কিছুদিন আগে ল্যাংচা-পর্বে উঠে এসেছিল শক্তিগড়ের নাম। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযানে খারাপ মানের ল্যাংচার স্টক নজরে আসে। স্বাস্থ্য বিভাগ সেসব মাটির নিচে পুঁতে দিয়েছিল। আবারও শক্তিগড় শিরোনামে।