বর্ধমান: হাওড়া-বর্ধমান শাখায় বুধবার থেকে বন্ধ রেল পরিষেবা। যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া-মশাগ্রাম এবং হাওড়া-মেমারির মধ্যে চালানো হবে একাধিক লোকাল ট্রেন। বাতিল দূরপাল্লার ৫৮টি ট্রেন। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। তৎপরতার সঙ্গে শক্তিগড়ে চলছে তৃতীয় লাইন সম্প্রসারণের কাজ।
হাওড়া বর্ধমান শাখার রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন সংযুক্তিকরণের জন্য ১৪ -১৬ সেপ্টেম্বর পর্যন্ত মেমারি থেকে বর্ধমান এবং মশাগ্রাম থেকে বর্ধমান পর্যন্ত কোন ট্রেন চলাচল করবে না। শুধুমাত্র সকালের দিকে দুটি ট্রেন চলবে কর্ড লাইনে। এছাড়া কোনও লোকাল ট্রেন চলবে না।
ওই সময় চূড়ান্ত পর্যায়ের তৃতীয় লাইন সংযুক্তিকরণের কাজ সম্পন্ন করা হবে। সেপ্টেম্বর থেকে হাওড়া বর্ধমান মেন এবং কর্ড শাখায় ধীরে ধীরে স্বাভাবিক হবে লোকাল ট্রেন পরিষেবা। ওই সময় হাওড়া বর্ধমান মেন এবং কডলাইন শাখার ট্রেন চলাচল মেমারি এবং মশাগ্রাম পর্যন্ত যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। একই সঙ্গে ওই দিনগুলিতে কর্ড এবং মেইন লাইন শাখার ৫৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
এছাড়া বালুরঘাট এক্সপ্রেস হলদিবাড়ি এক্সপ্রেস শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন ব্যান্ডেল কাটোয়া শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে চরম সমস্যার মধ্যে পরেছেন সাধারণ রেলযাত্রী থেকে নিত্যযাত্রীরা।
অনেকেই দূর দুরান্ত থেকে হাওড়া যাবার উদ্দেশে বর্ধমান স্টেশনে নেমে সমস্যার মধ্যে পড়ছেন। বাধ্য হয়েই তাঁরা অন্য ভাবে যাচ্ছেন। তাতে খরচ হচ্ছে বেশি টাকা। কিন্তু যাত্রীদের বক্তব্য, এমন ভাবে চলতে থাকলে তাঁরা নাজেহাল হয়ে যাবেন।
৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজের জন্য ট্রেন চলাচল ব্যহত হয়েছিল। বাতিল ছিল বেশ কিছু লোকাল ট্রেন। এবার রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন সম্প্রসারণের শেষ পর্যায়ের কাজের জন্য ফের ১৪-১৬ সেপ্টেম্বর পর্যন্ত রেলের এই সিদ্ধান্ত। এই দিনগুলিতে রসুলপুর, পালসিট এবং শক্তিগড় স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে।
এই তিনদিন ৫৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। এছাড়াও চারটি মেইল ও এক্সপ্রেস ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। দুটি ট্রেন চলাচলের সময় বদল হয়েছে বলে ও জানিয়েছে রেল।
নিত্য যাত্রী সাধারণের কথা মাথায় রেখে হাওড়া ও মেমারির মধ্যে এবং কর্ড লাইন শাখার হাওড়া মশাগ্রাম এর মধ্যে বেশকিছু লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। বর্ধমান স্টেশনের স্টেশন মাষ্টার বলেন, এই কাজ সম্পন্ন হয়ে গেলে হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচল অনেক মসৃণ হবে।”
বিগত ১১দিন হাওড়া বর্ধমান মেন শাখায় তৃতীয় লাইন সম্প্রসারণের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় পান্ডুয়া থেকে ব্যান্ডেল এর মধ্যে প্রতিটি স্টেশনেই প্রায় যাত্রীরা বিক্ষোভ দেখা গিয়েছিল। সামাল দিতে বেশ কয়েকদিন ধরে হাওড়া ও মেমারির মধ্যে বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানো হচ্ছে। তবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রসুলপুর ও শক্তিগড় এর মধ্যে কাজ চলাকালীন ওই সময় মেমারি থেকে বর্ধমান এবং মশাগ্রাম থেকে বর্ধমানের মধ্যে কোন ট্রেন চলবে না।