কালনা: আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ বাবা। পরিচিত ও আত্মীয়দের বাড়িতে হন্যে হয়ে খোঁজ করেও মেলেনি বাবার খোঁজ। লাভ হয়নি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও। কোনওভাবেই বাবার খোঁজ না মেলায় দেড় বছর ধরে বাবার ছবি হাতে পথে পথে ঘুরছে ছেলে। বাবাকে খুঁজতে চাকরিও খুইয়েছেন ছেলে। তবুও বাবাকে খুঁজতে প্রতিদিন সকালে বেরিয়ে রাতে বাড়ি ফেরা দৈনন্দিন রুটিন কালনার শ্বাসপুরের মোল্লা পাড়ার ছেলে প্রশান্ত সরকারের। রাজ্যের বিভিন্ন জেলা ও জেলার হাসপাতালে বাবার খোঁজে পৌঁছে গিয়েছেন। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও গিয়ে মেলেনি খোঁজ।বাবার ছবি দেওয়া পোস্টার দিয়েছেন। তবুও হাল ছাড়েননি ছেলে। এখনও বিভিন্ন শহর ছাড়িয়ে গ্রামগঞ্জে হন্যে হয়ে বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে।
বছর সত্তরের জগবন্ধু সরকার রাজ্য ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়েছেন।ছেলে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ২০২২ সালের জুলাই মাসের ৬ তারিখে নদিয়ার শান্তিপুরে এক নিকট আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় থেকেই নিখোঁজ হয়ে যান বাবা জগবন্ধু।
পরিবারের অভিযোগ জগবন্ধু সরকারের শালার রহস্যজনক মৃত্যুর পর তার সম্পত্তিগত কারণেই তাকে খুন হতে হয়েছে বা কোন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে।সন্দেহের তালিকায় থাকা কয়েকজনের নামে থানায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পুলিশের তরফ থেকেও সেভাবে কোনও সক্রিয় পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, দ্রুত এই রহস্যের সমাধান হোক।