কাটোয়া: আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে ঘণ্টা দেড়েক ঘেরাও হয়ে থাকলেন পূর্বস্থলি দু’নম্বর ব্লকের বিডিও। গ্রামের মহিলারা রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখান তাঁকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীর অভিযোগ, তারা যোগ্য হওয়া সত্ত্বেও নতুন তালিকায় তাদের নাম নেই। কিন্তু যাদের বাড়ি আছে তাদের আবার নাম উঠেছে ।
দুপুরে পূর্বস্থলি ২ নম্বর ব্লকের বিডিও পৌষালি চক্রবর্তী পূর্বস্থলী পঞ্চায়েতের চুপি হাটে আবাস যোজনার তালিকার নাম অনুযায়ী পরিদর্শন করতে গেলে। গ্রামের বেশ কিছু পরিবার বিডিওকে তাঁদের বাড়ি গিয়ে তাঁদের দুর্দশার কথা স্বচক্ষে দেখতে বলেন। তাঁদের অভিযোগ, বিডিও তাঁদের বাড়ি না দেখে গাড়িতে ঢুকে যায়। এরপরেই তাঁরা বিডিও-এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পূর্বস্থলি দু’নম্বর ব্লকের বিডিওকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।