কাটোয়া: লাগাতার বৃষ্টিতে নদীতে বাড়ছে জলস্তর। সব ভাসিয়ে নেওয়ার আশঙ্কায় ঘর ছাড়ছেন লোকজন। কেউ আশ্রয় নিয়েছেন স্কুলে। অনেকেই আবার বাড়ির ছাদে ছাউনি দিয়ে থাকছেন। গ্রামবাসীদের আশঙ্কা বন্যার। হুহু করে গ্রামে ঢুকে পড়ছে জল।
পূর্ব বর্ধমানের কাটোয়ার এক নম্বর ব্লকের বাঁধমুরা গ্রাম এখন জলমগ্ন। অতি বৃষ্টিতে এলাকার খড়ি নদী ও ব্রাহ্মণী নদী প্লাবিত হয়ে ভাসছে কাটোয়ার বাঁধমুরা গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম সহ এলাকা। বেলা যত বাড়ছে প্লাবিত হচ্ছে এই গ্রাম। নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামের মানুষজন।
গ্রামের বহু বাড়িতেই কয়েক ফুট উঁচু জল।মানুষ সমান জল গ্রামের রাস্তায়। বহু পরিবার থাকছে ছাদে। অনেকেই গৃহপালিত পশু নিয়ে উঠে এসেছে স্কুলের দোতলায়। যে স্কুলের একতলাও জলমগ্ন। হঠাৎই জল বেড়ে যাওয়ায় বাড়ি ছেড়ে দূরে আত্মীয়দের বাড়িতে পাড়ি দিচ্ছেন। তবে পঞ্চায়েত মারফত খবর পেয়ে খোঁজ নিচ্ছে প্রশাসন। গ্রামবাসী রেশমী বিবি বলেন, “বন্যাতে সব বাড়িঘর সব ডুবে গিয়েছে। আত্মীয়র বাড়ির সব আসবাব পত্র ভেসে গিয়েছে। এখন আমাদের বাড়ি ছেড়ে পালাচ্ছি।” অপরদিকে পঞ্চায়েত সদস্য শেখ মহম্মদ সুজাউদ্দিন বলেন, “হঠাৎ অতিবৃষ্টি। বন্যা। রাতের মধ্যে হুরহুর করে জল ঢুকে যায়। প্রধান, বিডিও সকলে এসেছে। হয়ত কোনও ব্যবস্থা করবেন।”