কাটোয়া: মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া আদালত। সাজাপ্রাপ্তের নাম নেপু মণ্ডল। কাটোয়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুকুমার সূত্রধর তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানালেন সাজাপ্রাপ্ত নেপু মণ্ডলের আইনজীবী ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, দাঁইহাট চর এলাকার বাসিন্দা কৃষিশ্রমিক এক মহিলা নেপু মণ্ডলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২২ জুন সকালে পাটক্ষেতে কাজ করার সময় তাঁকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে নেপু। এরপর থেকে গা ঢাকা দেয় সে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে তাঁর প্রতিবেশীরা কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার বেশ কিছুদিন পর অভিযুক্ত কৃষিজীবী নেপু মণ্ডলকে কাটোয়া থানার পুলিশ গ্রেফতার করে। দাঁইহাটের তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। এই মামলায় পুলিশ ২০১৩ সালে ৩১ অগস্ট আদালতে চার্জশিট জমা করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্যদানের পর বুধবার বিচারক যাবজ্জীবনের রায় শোনান।
সাজাপ্রাপ্ত নেপু মণ্ডলের মা ঊষারানি মণ্ডল বলেন, “পুলিশের কাছে আমরা ছেলেকে তুলে দিয়েছি। কিন্তু খুনের ঘটনার সময় ছেলে ছিল না। আমরা উচ্চ আদালতে আবেদন জানাব।” সরকারি আইনজীবী সরোজ দাস বলেন, “কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একটি মেয়ের জীবন চলে গেল। এই মামলায় যাবজ্জীবন রায় দিয়ে সঠিক কাজ করেছেন বিচারক।”