Molestation: ছাগল কিনতে গিয়ে আদিবাসী গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 13, 2022 | 7:01 PM

Molestation: সোমবার ওই ব্যক্তি ভাতারের এক আদিবাসী পাড়ায় ছাগল কিনতে গিয়েছিল। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আদিবাসী এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

Molestation: ছাগল কিনতে গিয়ে আদিবাসী গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
প্রতীকী ছবি

Follow Us

ভাতার : ছাগল কিনতে গিয়ে আদিবাসী গৃহবধূকে শ্লীলতাহানির (Allegation of Molestation) অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারে এক আদিবাসী পাড়ায়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম সরকত খান। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলকোটের ধৃত ওই ব্যক্তি পেশায় ছাগল ব্যবসায়ী। সোমবার ওই ব্যক্তি ভাতারের এক আদিবাসী পাড়ায় ছাগল কিনতে গিয়েছিল। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আদিবাসী এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পরে খবর চাউর হতেই পাড়ার অন্যান্য বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সরকতকে গ্রেফতার করে। বুধবার ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পাঠানো হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, “আমাদের বাড়িতে ওই ব্যক্তি ছাগল নিতে গিয়েছিল। আমার সঙ্গে ওই ব্যক্তির ছাগল নিয়ে দর-দামও হয়েছিল আগে। ঘটনাটি ঘটেছিল সোমবার। বাড়িতে তখন কেউ ছিল না। স্ত্রী বাইরে রান্না করছিল। স্ত্রী যখন ঘরের ভিতর ঢুকতে যাচ্ছিল, তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়। এরপরের দিন ওই ব্যক্তি আবার ছাগল নিতে এসেছিল। তখন আমি ওই ব্যক্তিকে ধরে ফেলি এবং পাড়ার লোকদের খবর দিই।”

ভাতারের এই ঘটনায় চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যে মহিলাদের উপর যেভাবে একের পর এক নির্যাতনের অভিযোগ উঠে আসছে, তাতে ভাতারের আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন উঠে আসছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু ধর্ষণের অভিযোগের তদন্তভার দময়ন্তী সেনের উপর তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাঁসখালির ঘটনার তদন্ত করেছে সিবিআই। বার বার এমন ঘটনায় সাম্প্রতিক সময়ে একাধিক বার প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।

Next Article