কালনা: খেলার ছলে পাঁচ টাকার কয়েন গিলে ফেলল পাঁচ বছরের শিশু। এরপরে বাড়িতে তা জানাতেই আতঙ্ক ছড়ায় গোটা পরিবারে। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর (Purbasthali) বরজপোঁতা এলাকায়। শিশুটির(Child) নাম সাজিদ শেখ। পরিবারের কারও কাছ থেকে পাঁচ থাকার কয়েন নিয়ে খেলতে গিয়েই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। খেলতে খেলতে তা কোনওভাবে মুখে ভরে ফেলে শিশুটি। দ্রুত তা খাদ্যনালী দিয়ে পেটে চলে যায়। তখনই চিৎকার শুরু করে শিশুটি। শিশুটির কান্না দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনা জানা মাত্রই পরিবারের সদস্যরা শিশুটিকে কালনা (Kalna) সুপার স্প্যাশালিটি হাসপাতালে নিয়ে আসেন।
শিশুটির অবস্থা দেখে তৎক্ষণাৎ তার পেটের এক্স-রে করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তাতেই দেখা যায় পাকস্থলীতে রয়েছে কয়েনটি। তবে, চিকিৎসকরা পরিবারের সদস্যদের ভয় না পেতে বলেছেন। পরবর্তীতে মলের সঙ্গেই কয়েনটি বেরিয়ে আসবে বলে মত চিকিৎসকদের। তবে, কয়েন পেটে গেলেও এখনও শিশুটির বিশেষ কোনও শারীরিক অসুস্থতা লক্ষ করা যায়নি। তবে তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তার পরিবারকেও শিশুটির উপর লক্ষ রাখতে বলেছেন। বর্তমানে কালনা হাসপাতালে পেটে পাঁচ টাকার কয়েন নিয়ে সুস্থই রয়েছে সাজিদ। এদিকে এ খবর চাউর হতে শুরুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে শিশুটির ঠাকুমা নাহিরা বিবি বলেন, “সকালবেলা খেলতে গিয়েই এই বিপত্তি। ওর হাতে কয়েনটি ছিল। হা করে মুখের মধ্যে দিয়ে খেলতে খেলতে ওটা পেটে চলে যায়। আমরা তো দেখিনি। পরে ও নিজেই আমাদের কাঁদতে কাঁদতে জানায়। ডাক্তারার বলছে ভয়ের কিছু নেই। মলদ্বার দিয়ে পরে ওটা বের হয়ে যাবে।” চিকিৎসকরা আশ্বাস দিলেও আশঙ্কা কাটছে না পরিবারের সদস্যদের মন থেকে। পেটে কয়েন নিয়ে কীভাবে সুস্থ থাকবে শিশুটি, তাই ভেবে চলেছেন তাঁরা।