Katwa: ব্যাঙ্কের নামে ফোন, বিশ্বাস করে দিয়েও দিলেন OTP, ফাঁকা হয়ে গেল বৃদ্ধের অ্যাকাউন্ট
Katwa: তারাপদ বসাক নামে এক বৃদ্ধ। তিনিই অভিযোগ করেন টাকা প্রতারণা। সংবাদমাধ্যমে তাঁর অভিযোগ, বেসরকারি একটি ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট ছিল তাঁর। সেটিই বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। এরপর তাঁর কাছে একটি মেসেজ আসে ব্যাঙ্কের তরফে।
পূর্বস্থলী: ওটিপির শেয়ার করে প্রতারণার ঘটনা নতুন কিছু নয়। এবারও সেই ঘটনার শিকার হলেন এক বৃদ্ধা। মোবাইল ফোনে আসা ওটিপি শেয়ার করতেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৫০ হাজার ৫০০ টাকা। ঘটনাটি ঘটেছে নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্যপাড়া এলাকায়।
তারাপদ বসাক নামে এক বৃদ্ধ। তিনিই অভিযোগ করেন টাকা প্রতারণা। সংবাদমাধ্যমে তাঁর অভিযোগ, বেসরকারি একটি ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট ছিল তাঁর। সেটিই বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। এরপর তাঁর কাছে একটি মেসেজ আসে ব্যাঙ্কের তরফে। বলা হয় তাঁর অ্যাকাউন্টটি চালু করা হয়েছে। একটি ফোন আসে। ফোনে বিভিন্ন রকম তথ্য জানতে চাওয়া হয়। এরপর বৃদ্ধ বিষয়টি বৌমার কাছে নিয়ে যায়। এরপর তাঁর কাছ থেকে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি বলেও দেন তিনি।
গতকালই বৃদ্ধ তাঁর ফোনে মেসেজ আসতেই দেখতে পান অ্যাকাউন্ট থেকে ৬ দফায় ৫০ হাজার ৫০০ টাকা কেটে গিয়েছে। পরে বুধবারই নাদনঘাট থানায় পৌঁছন তিনি। এ প্রসঙ্গে তারাপদবাবু বলেন, “ব্য়াঙ্ক থেকে ফোন করেছিল। বলল আপনার অ্যাকাউন্ট বন্ধ ছিল চালু হয়ে গিয়েছে। এরপর এই ঘটনা। টাকা চুরি হয়ে গিয়েছে। তবে ওটিপি আমার কাছে চায়নি। বৌমার কাছে চেয়েছে। প্রায় অনেকক্ষণ কথা বলেছে। তারপর ওটিপি দিতেই টাকা কেটে নিয়েছে।”