Madhyamik 2024: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথেই দাদার রক্তে স্নান মাধ্যমিক পরীক্ষার্থী!

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 02, 2024 | 1:42 PM

Burdwan: অরিজিতের বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাহাতা হাইস্কুলের ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি ঘোষ তাঁর পরীক্ষা কেন্দ্র এরুয়ার উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। স্মৃতি তার বন্ধু-বান্ধবদের সঙ্গে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল।

Madhyamik 2024: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথেই দাদার রক্তে স্নান মাধ্যমিক পরীক্ষার্থী!
এলাকায় উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: বোনের জীবনের প্রথম বড় পরীক্ষা। বোনকে গাড়িতে চাপিয়ে দাদা-দিদি যাচ্ছিলেন পিছনের বাইকে। উল্টোদিক থেকে আসছিল এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি লরির। মুখোমুখি সংঘর্ষ। লরির চাকায় পিষ্ট হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীর দাদা। মাধ্যমিক পরীথক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে এগিয়ে দিতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরীক্ষার্থীর খুড়তুতো দাদার । গুরুতর জখম হয়েছে দিদি রিক্তা ঘোষ। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড়ের বলগোনা – গুসকরা রোডের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরিজিৎ ঘোষ(২১)।

অরিজিতের বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাহাতা হাইস্কুলের ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি ঘোষ তাঁর পরীক্ষা কেন্দ্র এরুয়ার উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। স্মৃতি তার বন্ধু-বান্ধবদের সঙ্গে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। চার চাকার পিছনে বাইকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন পরীক্ষার্থীর খুড়তুতো দাদা অরিজিত ঘোষ ও দিদি রিক্তা ঘোষ।

ভাতারের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি এলপিজি গ্যাস ভর্তি লরির সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই রাস্তার পাশে ছিটকে পড়েন বাইক আরোহীর অরিজিৎ ও রিক্তা। অরিজিতের মাথায় গুরুতর আঘাত পেয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । গুরুতর জখম অবস্থায় রিক্তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম-সহ এলাকা।

Next Article