Mamata Banerjee-LIVE: ‘রাহুল রায়বরেলিতে দাঁড়িয়েছে বেশ করেছে, তোমার কী!’, মোদীকে আক্রমণ মমতার

| Edited By: | Updated on: May 03, 2024 | 4:18 PM

Mamata Banerjee-LIVE: পূর্ব বর্ধমানের তৃণমূল প্রার্থী শর্মিলার সমর্থনে শুক্রবার বর্ধমানে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এদিনই বর্ধমানে ছিল নরেন্দ্র মোদীর সভা।

Mamata Banerjee-LIVE: 'রাহুল রায়বরেলিতে দাঁড়িয়েছে বেশ করেছে, তোমার কী!', মোদীকে আক্রমণ মমতার
বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

বর্ধমানে প্রধানমন্ত্রীর সভার পর ওই কেন্দ্রেই সভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। একই সঙ্গে আক্রমণ শানান মোদীর বিরুদ্ধেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 May 2024 04:13 PM (IST)

    বর্ধমান থেকে চাল-ধানের জোগান পাওয়া যায়: মমতা

    বর্ধমান শস্য ভাণ্ডার। এখান থেকে আমাদের চাল, ধান পাওয়া যায়। পাশাপাশি বর্ধমানের মিহিদানা বিখ্যাত।জিআই পেয়েছে। ল্যাংচার জিআই পাওয়ার চেষ্টা চলছে: মমতা।

  • 03 May 2024 04:11 PM (IST)

    তৃণমূল তো আপনাদের কাছে দুর্নীতিতে চুনোপুঁটি: মমতা

    প্রধানমন্ত্রীর উদ্দেশে করে বলেন, “সবাই চোর, সবাই দুর্নীতিবাজ। আর আপনি সাধু? তৃণমূল তো আপনাদের কাছে দুর্নীতিতে চুনোপুঁটি। কোন পঞ্চায়েতে কী হয়েছে, সব পঞ্চায়েত তো আমাদের নয়। শুধু মিথ্যা প্রচার।নিজে প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছেন। জল,রেশন, বাড়ি নাকি আপনি বিনা পয়সায় দিচ্ছেন।”

  • 03 May 2024 04:02 PM (IST)

    ১৫০০ পুলিশকে নিয়ে গিয়েছে, পোস্টাল ব্যালট দেয়নি: মমতা

    মুখ্যমন্ত্রী বলেন, “এত ভয় পেয়ে গিয়েছেন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিয়ে আইএএস-আইপিএসদের ফোন করাচ্ছেন। বলছেন, বিজেপির সঙ্গে থাকতে হবে। তৃণমূলের থেকে দূরে থাক। কী ভাবেন আমাদের কাছে খবর আসে না? বাংলা থেকে ১৫০০ পুলিশকে কমিশন নিয়ে গিয়েছে। তাঁদের পোস্টাল ব্যালট দেয়নি। কেন অনুমতি দেওয়া হবে না? হয় ভোট দেওয়ার অনুমতি দিন। নাহলে নিয়ে আসব, আপনি যা করেন করবেন। বিএসএফ সহ সবাইকে অনুমতি দিচ্ছেন। কার হয়ে কাজ করছে কমিশন?”

  • 03 May 2024 03:53 PM (IST)

    রাহুল রায়বরেলি দাঁড়িয়েছে বেশ করেছে: মমতা

    উনি আজ বলছেন, রাহুল গান্ধী কেন রায়বরেলি থেকে ভোটে দাঁড়িয়েছে? বেশ  করেছে দাঁড়িয়েছে। আপনিও  তো দুটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, আপানর দলের অনেক নেতাই দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী জানেন না, কোনটা বলা উচিত আর কোনটা নয়: মমতা।

  • 03 May 2024 03:52 PM (IST)

    ২৬০০০ চাকরি তো আপনি খেয়েছেন: মমতা

    প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে মমতা বলেন, ২৬০০০ চাকরি তো আপনি খেয়েছেন। মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল। আপনার দল সিপিএম-কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে। সিপিএম আমলে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল।

Published On - May 03,2024 3:39 PM

Follow Us: