Cooperative society election: ‘শূন্য’ বাম এবার হারাল কুলতুলির সমবায়ও, উড়ল সবুজ আবির
Cooperative society election: কুলতুলির এই সমবায় বামেদের দখলে ছিল। রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচনে খালি হাতে ফেরা বামেরা সমবায়টি ধরে রাখতে পারে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। এদিন সমবায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
কুলতলি: বামেদের দখলে থাকা সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার কুলতলি বিধানসভার দেবীপুর সমবায় সমিতির নির্বাচনে ১৫টি আসনের মধ্যে ৯টি আসনে জয়লাভ করল রাজ্যের শাসকদল। এছাড়া ৪টি আসন পেয়েছে বিজেপি। সিপিএম ২ টি আসনে জয়লাভ করেছে।
কুলতুলির এই সমবায় বামেদের দখলে ছিল। রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচনে খালি হাতে ফেরা বামেরা সমবায়টি ধরে রাখতে পারে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। এদিন সমবায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। নির্বাচনে হিংসার অভিযোগ ওঠেনি। ভোট গণনার পর দেখা যায়, ১৫টি মধ্যে ৯টি জিতেছে তৃণমূল। সমবায় সমিতিতে জয়লাভ করায় তৃণমূলের নেতা কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন। এলাকায় মিছিলও বের করেন।
সমবায় নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু প্রধান বলেন, “এতদিন বিরোধীরা মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল। এবারও বিরোধীরা জোট বেঁধেছিল। আমাদের বিরুদ্ধে কুৎসা করছিল। তারপরও মানুষের আমাদের সঙ্গে রয়েছেন। এই জয় এই অঞ্চলের মানুষের জয়।”
এই খবরটিও পড়ুন
সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে স্বীকার করলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর। তিনি বলেন, “বিজেপির এখানে কিছু ছিল না। সেখানে আমরা ৪টে আসন পেয়েছি। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই।”