বর্ধমানে প্রধানমন্ত্রীর সভার পর ওই কেন্দ্রেই সভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। একই সঙ্গে আক্রমণ শানান মোদীর বিরুদ্ধেও।
বর্ধমান শস্য ভাণ্ডার। এখান থেকে আমাদের চাল, ধান পাওয়া যায়। পাশাপাশি বর্ধমানের মিহিদানা বিখ্যাত।জিআই পেয়েছে। ল্যাংচার জিআই পাওয়ার চেষ্টা চলছে: মমতা।
প্রধানমন্ত্রীর উদ্দেশে করে বলেন, “সবাই চোর, সবাই দুর্নীতিবাজ। আর আপনি সাধু? তৃণমূল তো আপনাদের কাছে দুর্নীতিতে চুনোপুঁটি। কোন পঞ্চায়েতে কী হয়েছে, সব পঞ্চায়েত তো আমাদের নয়। শুধু মিথ্যা প্রচার।নিজে প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছেন। জল,রেশন, বাড়ি নাকি আপনি বিনা পয়সায় দিচ্ছেন।”
মুখ্যমন্ত্রী বলেন, “এত ভয় পেয়ে গিয়েছেন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিয়ে আইএএস-আইপিএসদের ফোন করাচ্ছেন। বলছেন, বিজেপির সঙ্গে থাকতে হবে। তৃণমূলের থেকে দূরে থাক। কী ভাবেন আমাদের কাছে খবর আসে না? বাংলা থেকে ১৫০০ পুলিশকে কমিশন নিয়ে গিয়েছে। তাঁদের পোস্টাল ব্যালট দেয়নি। কেন অনুমতি দেওয়া হবে না? হয় ভোট দেওয়ার অনুমতি দিন। নাহলে নিয়ে আসব, আপনি যা করেন করবেন। বিএসএফ সহ সবাইকে অনুমতি দিচ্ছেন। কার হয়ে কাজ করছে কমিশন?”
উনি আজ বলছেন, রাহুল গান্ধী কেন রায়বরেলি থেকে ভোটে দাঁড়িয়েছে? বেশ করেছে দাঁড়িয়েছে। আপনিও তো দুটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, আপানর দলের অনেক নেতাই দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী জানেন না, কোনটা বলা উচিত আর কোনটা নয়: মমতা।
প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে মমতা বলেন, ২৬০০০ চাকরি তো আপনি খেয়েছেন। মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল। আপনার দল সিপিএম-কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে। সিপিএম আমলে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল।