Mamata Banerjee: মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও যে লিপস্টিক লাগায়…: মমতা

Manatosh Podder | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 24, 2024 | 5:43 PM

Mamata Banerjee: বিরোধীদের উদ্দেশে মমতা বলেন, 'তোমরা চোখে দেখতে পাও না? যখন জিনিসের দাম বাড়ে, তখন কোথায় থাক? যখন গ্যাসের দাম বাড়ে তখন কোথায় থাক?' ১০০ দিনের কাজ নিয়েও এদিন সরব হন মমতা। রাজ্য টাকার অভাব সত্ত্বেও কীভাবে পরিষেবা দিচ্ছে, সে কথাও উল্লেখ করেন মমতা।

Mamata Banerjee: মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও যে লিপস্টিক লাগায়...: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

পূর্ব বর্ধমান: সরকারি প্রকল্পে বিপুল সংখ্যক মানুষকে সুবিধা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে গিয়ে তিনি বার্তা দিয়েছেন, রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নে কী কী কাজ করেছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা না দেওয়া সত্ত্বেও কীভাবে রাজ্যের মানুষের জন্য লড়াই চলছে, সেই বার্তা দিয়েছেন মমতা। সেই সঙ্গে বিরোধীদেরও ছেড়ে কথা বলেননি। বিপুল কাজ করা সত্ত্বেও বিরোধীরা খুঁজে খুঁজে খুঁত বের করেন, এমনই দাবি মুখ্যমন্ত্রীর। বুধবার বর্ধমানে গোদার মাঠে সভা ছিল মমতার। সেখান থেকেই বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বলেন, “কিছু রাজনৈতিক দল আছে। যাদের কোনও কাজ নেই। রোজ টেলিভিশন খুললেই দেখি ভাল করে পাউডার মেখে বসে পড়েছে। ভাড়া করে সবাই সেজেগুজে বসছে।” এরপরই একটু হেসে বলেন, “মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও যে লিপস্টিক লাগায়…।” মমতা উল্লেখ করেন, বিরোধী দলের নেতারা খুঁজে খুঁজে কোথায় রাস্তা খারাপ সে কথা তুলে ধরেন অথচ গ্যাসের দাম বাড়লে কেউ কোনও কথা বলেন না।

বিরোধীদের উদ্দেশে মমতা বলেন, ‘তোমরা চোখে দেখতে পাও না? যখন জিনিসের দাম বাড়ে, তখন কোথায় থাক? যখন গ্যাসের দাম বাড়ে তখন কোথায় থাক?’ ১০০ দিনের কাজ নিয়েও এদিন সরব হন মমতা। তিনি জানান, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও থেমে থাকেনি রাজ্য সরকার।

Next Article