Mamata Banerjee Updates: কয়েক হাজার শিক্ষক নেব, পদ রেডি আছে: মমতা
Mamata Banerjee: লোকসভা নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই। বাংলার রাজনীতি সরগরম। এরই মধ্যে জেলায় জেলায় প্রচার শুরু মমতার। আজ, বুধবার পূর্ব বর্ধমানে গিয়েছেন মমতা। কয়েকদিনের মধ্যেই তাঁর জেলা সফর শুরু হওয়ার কথা।
Follow Us
মিহিদানা, সীতাভোগ জিআই ট্যাগ পেয়েছে ইতিমধ্যেই। ল্যাংচাও যাতে জিআই ট্যাগ পায়, সেই চেষ্টা আমরা করব: মমতা।
কয়েক হাজার শিক্ষক নেব। শিক্ষকের পদ আমাদের রেডি আছে। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম-বিজেপি। ইয়ং ছেলেমেয়েদের চাকরি হচ্ছে না। নাহলে শুধুমাত্র শিক্ষক পদেই ৬০ থেকে ৭০ হাজার চাকরি হত। যদি কোথাও অন্যায় হয়ে থাকে, তা খুঁজে বের করা হোক। কিন্তু অবিলম্বে শূন্যপদে চাকরি হোক: মমতা।
আমাকে বলা হয়েছে গেরুয়া রঙ না করলে টাকা দেওয়া হবে না। আমি বলেছি, সাধু সন্তরা গেরুয়া পরেন। তার জন্য তাঁরা পুজো করেন। আপনারা কোন সাধু? প্রশ্ন মমতার।
১০০ দিনের কাজের টাকা দেয়নি। ২০২২-২৩-এ যারা কাজ করেছে টাকা পায়নি। তা সত্ত্বেও আমরা ৪০ দিনের কাজ করিয়েছি। আমরা দুর্বল নই: মমতা।
কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বলেন, ‘ওরা থুঁটো জগন্নাথ। কিছুই দেয় না।’ গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, আমরা মানুষের ওপর ট্যাক্স বাড়াই না।
মমতা ঘোষণা করেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে ৬ সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত করা হচ্ছে। নতুন করে ১৩ লক্ষ মহিলা পাবেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা। বার্ধক্য ভাতা পাবেন আরও ৯ লক্ষ মানুষ, বিধবা ভাতা পাবেন আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা, কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ১০ লক্ষ নাম, রূপশ্রীতে আরও ৮৫ হাজার।
‘দুয়ারে সরকার’ ও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অনেক পরিষেবার আবেদন জমা পড়েছিল বলে উল্লেখ করেছেন মমতা। সেই মতো প্রকল্পের বহর বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী।
বর্ধমানের সভা থেকে এদিন কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপশ্রী সহ একাধিক প্রকল্পের পরিষেবাও এদিন প্রদান করেন মঞ্চ থেকে।
লোকসভা নির্বাচনের আগে মমতার মুখে সরকারি পরিষেবার কথা। কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, যে সব প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে বাংলায়, সেগুলি বহরে আরও বড় করার কথা জানালেন মমতা। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে নিশানা করতেও ছাড়লেন না তিনি।
মিহিদানা, সীতাভোগ জিআই ট্যাগ পেয়েছে ইতিমধ্যেই। ল্যাংচাও যাতে জিআই ট্যাগ পায়, সেই চেষ্টা আমরা করব: মমতা।
কয়েক হাজার শিক্ষক নেব। শিক্ষকের পদ আমাদের রেডি আছে। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম-বিজেপি। ইয়ং ছেলেমেয়েদের চাকরি হচ্ছে না। নাহলে শুধুমাত্র শিক্ষক পদেই ৬০ থেকে ৭০ হাজার চাকরি হত। যদি কোথাও অন্যায় হয়ে থাকে, তা খুঁজে বের করা হোক। কিন্তু অবিলম্বে শূন্যপদে চাকরি হোক: মমতা।
আমাকে বলা হয়েছে গেরুয়া রঙ না করলে টাকা দেওয়া হবে না। আমি বলেছি, সাধু সন্তরা গেরুয়া পরেন। তার জন্য তাঁরা পুজো করেন। আপনারা কোন সাধু? প্রশ্ন মমতার।
১০০ দিনের কাজের টাকা দেয়নি। ২০২২-২৩-এ যারা কাজ করেছে টাকা পায়নি। তা সত্ত্বেও আমরা ৪০ দিনের কাজ করিয়েছি। আমরা দুর্বল নই: মমতা।
কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বলেন, ‘ওরা থুঁটো জগন্নাথ। কিছুই দেয় না।’ গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, আমরা মানুষের ওপর ট্যাক্স বাড়াই না।
মমতা ঘোষণা করেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে ৬ সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত করা হচ্ছে। নতুন করে ১৩ লক্ষ মহিলা পাবেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা। বার্ধক্য ভাতা পাবেন আরও ৯ লক্ষ মানুষ, বিধবা ভাতা পাবেন আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা, কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ১০ লক্ষ নাম, রূপশ্রীতে আরও ৮৫ হাজার।
‘দুয়ারে সরকার’ ও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অনেক পরিষেবার আবেদন জমা পড়েছিল বলে উল্লেখ করেছেন মমতা। সেই মতো প্রকল্পের বহর বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী।
বর্ধমানের সভা থেকে এদিন কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপশ্রী সহ একাধিক প্রকল্পের পরিষেবাও এদিন প্রদান করেন মঞ্চ থেকে।
লোকসভা নির্বাচনের আগে মমতার মুখে সরকারি পরিষেবার কথা। কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, যে সব প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে বাংলায়, সেগুলি বহরে আরও বড় করার কথা জানালেন মমতা। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে নিশানা করতেও ছাড়লেন না তিনি।